মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে মৃতের সংখ্যা ২৮। তবে জম্মু-কাশ্মীর সরকার জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের পাহাড়ে একটি রিসর্টের অদূরে পর্যটকেরা আক্রান্ত হয়েছেন। এমনকি সশস্ত্র সন্ত্রাসবাদীরা সেখানে উপস্থিত পর্যটকদের জনে জনে নাম জিজ্ঞাসা করেই গুলি করেছে বলে ওই সূত্র দাবি করেছে। অর্থাৎ অমুসলিমদের ওপরেই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে বলে দাবি কাশ্মীরের একাধিক সংবাদপত্রের।
The terrorist attack on tourists in Pahalgam of Jammu and Kashmir is shocking and painful. It is a dastardly and inhuman act which must be condemned unequivocally. Attacking innocent citizens, in this case tourists, is utterly appalling and unpardonable.
My heartfelt condolences…— President of India (@rashtrapatibhvn) April 22, 2025
এই মুহূর্তে কাশ্মীরে ভরা পর্যটন মরশুম। দেশ বিদেশের অসংখ্য পর্যটক কাশ্মীরে রয়েছেন। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, পর্যটক সেজেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে জঙ্গিরা। এরপর নাম-ধাম জিজ্ঞেস করে একে একে গুলি চালানো হয় বলেই প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। হামলার ঘটনার পরই সেনা এবং পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয়। জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। অপরদিকে পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃতদের পরিবারের উদ্দেশ্যে গভীর শোক ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Directed the district administration and the health officials to provide immediate medical attention to those admitted at Pahalgam. An injured tourist has been evacuated to GMC Anantnag. I pray for the speedy recovery of all the injured.
— Office of LG J&K (@OfficeOfLGJandK) April 22, 2025
খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে তিনি সৌদি আরব সফরে রয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাশ্মীরে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী। অপরদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন জঙ্গিদের। আবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীও জানিয়েছেন, হামলাকারীদের কোনওভাবেই ছাড়া হবে না। সৌদি আরব, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্টের মতো দেশগুলিও এই জঙ্গিহানার ঘটনায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে।
Discussion about this post