বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে রামদেবের সংস্থা পতঞ্জলি ইতিমধ্যেই একাধিকবার সুপ্রিম কোর্টের ভৎর্সনার মুখে পড়েছে পতঞ্জলি। এবার ওই সংস্থার বিরুদ্ধে আরও কড়া শীর্ষ আদালত। রামদেবের সংস্থার ১৪টি পণ্যের বিজ্ঞাপন সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিমকোর্ট। অবিলম্বে ডিজিটাল সংবাদমাধ্যম, সমাজমাধ্যম অন্যান্য মাধ্যম থেকে সেগুলির বিজ্ঞাপন মুছে ফেলতে হবে। শুধু বিক্রি বন্ধই নয়, লাইসেন্স বাতিল হওয়া পতঞ্জলীর ওই ১৪ পণ্যের বিজ্ঞাপন দিতেও মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বারণ করেছে সংস্থা। এর আগে, উত্তরাখণ্ড স্টেট লাইসেন্সিং অথরিটি জানিয়েছিল যে, তারা দিব্য ফার্মেসি ও পতঞ্জলি আয়ুর্বেদের ১৪ টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে।
উল্লেখ্য, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও কোভিড ভ্যাকসিনের বিরুদ্ধে গিয়ে পতঞ্জলীর বিজ্ঞাপন ঘিরে একটি মামলা ইন্ডিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে করা হয় সুপ্রিমকোর্টে। সেই মামলাতেই সওয়াল জবাব পর্বে কোর্টকে এই তথ্য জানিয়েছে যোগগুরু রামদেবের সংস্থা। বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় যোগগুরু রামদেব ও তাঁর সহযোগী বালাকৃষ্ণকে নোটিস পাঠানো নিয়ে এর আগে গত ১৪ মে কোর্ট তার রায় রিজার্ভে রাখে। এই মামলায় পতঞ্জলির আইনজীবী মুকুল রোহতগি মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছেন, ইতিমধ্যেই বিজ্ঞাপনগুলি ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে।
যে ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল হয়েছে সেই তালিকায় প্রথমেই রয়েছে পতঞ্জলির ‘শ্বাসরি গোল্ড’ ক্যাপসুল। এর পরেই রয়েছে ‘শ্বাসরি বটি’ নামে একটি ট্যাবলেট। বাতিল করা হয়েছে ‘ব্রঙ্কোম’ বলে একটি পণ্যের লাইসেন্স। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে, ‘শ্বাসরি প্রবাহী’ এবং ‘শ্বাসরি আভালেহ’ নামে দু’টি পণ্য। পাশাপাশি এই তালিকা রয়েছে পতঞ্জলির ‘শক্তিবর্ধক’, ‘মুক্তবতী এক্সট্রা পাওয়ার’ এবং হৃদ্যন্ত্রের প্রদাহ কমানোর দাবি করে বিক্রি করা পণ্য ‘লিপিডম’। বিপি গ্রিট’, ‘মধুগ্রিট’, ‘মধুনাশিনীবতী এক্সট্রা পাওয়ার’, ‘লিভামৃত অ্যাডভান্স’, ‘লিভোগ্রিট’ , ‘আইগ্রিট গোল্ড’ এবং ‘পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ’নামে পণ্যগুলির লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে তাঁর নামে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে ৬টি বহুতল ভবন।...
Read more
Discussion about this post