উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ার কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষের ঘটনার রেশ এখনও কাটেনি। একমাসের মাথায় ফের বড়সড় রেল দুর্ঘটনার মুখে পড়ল চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড়গামী একটি এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোণ্ডার কাছে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি কামরা লাইনচ্যুত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত চার যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত আরও অনেকে।
রেল ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের গোণ্ডা এবং মেননকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে বেলাইন হয় ডিব্রুগড়গামী এক্সপ্রেস ট্রেনটি। ঘটনাটি গোরক্ষপুর ডিভিশনের মোতিগঞ্জ সীমান্তের কাছে। ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে ওই ট্রেনের যাত্রীরাই প্রথমে উদ্ধারকাজে হাত দেয়। ঘটনার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, একের পর এক কামরা বেলাইন হয়েছে। বাতানুকুল কয়েকটি কামরা লাইনের ধারে ছিটকে পড়েছে।
Another train mishap….Dibrugarh Express (going from Chandigarh to Dibrugarh) somewhere between Gonda and Basti in Uttar Pradesh… pic.twitter.com/T4yiiH8FZ3
— NIVEDITA SINGH (@niveditasingh__) July 18, 2024
ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কর্তারা পৌঁছে গিয়েছে। মেডিকেল দল এবং দমকলের কর্মীরাও পৌঁছে গিয়েছে। চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের বিভিন্ন কামরায় আটকে পড়া যাত্রীদের বের করে আনা হচ্ছে। দূর্ঘটনাস্থলে রেললাইন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় ওই সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রেল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা সেটা এখনও জানা যায়নি।
Discussion about this post