যাদের ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁদের জন্য সুখবর। দীর্ঘ সাত মাস পর এই ব্যাঙ্কের উপর থেকে একটি নিষেধাজ্ঞা তুলে নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ফলে স্বস্তিতে এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শীর্ষকর্তারা। আরবিআই সম্প্রতি এক নির্দেশিকায় জানিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা-র মোবাইল অ্যাপ ‘বব ওয়ার্ল্ড’-এর মাধ্যমে গ্রাহক যোগ করার উপর আর কোনও নিষেধাজ্ঞা নেই। ফলে এবার থেকে ওই ব্যাঙ্ক তাঁদের ‘বব ওয়ার্ল্ড’ মোবাইল অ্যাপের মাধ্যমে নতুন গ্রাহক যোগ করতে পারবে। পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের নানা সুবিধা প্রদান করতে পারবে।
সূত্রের খবর, অভিযোগ ব্যাঙ্ক অফ বরোদার বেশ কয়েকজন কর্মী বব ওয়ার্ল্ড অ্যাপের মাধ্যমে কিছু ব্যাক্তির অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছিল। মধ্যপ্রদেশের ভোপাল জোনাল অফিসের কিছু কর্মী বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে অ্যাপে রেজিস্টার করছিলেন। এতে মূলত ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বৃদ্ধি হচ্ছিল। এরপরই আরবিআই বব ওয়ার্ল্ড অ্যাপের মাধ্যমে গ্রাহক যোগ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ব্যাঙ্ক অফ বরোদা গত ৪ মে জানিয়েছে, আরবিআই সাত মাস পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ফলে নতুন নিয়মে এবার বব ওয়ার্ল্ড অ্যাপের মাধ্যমে গ্রাহক যোগ করা যাবে।
এই খবর প্রকাশের পরই ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে গত সপ্তাহে এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শেয়ার ৫ শতাংশের বেশি নীচে ছিল, সেখানে গত বৃহস্পতিবার শেয়ার মার্কেটে এই ব্যাঙ্কের শেয়ারের মূল্য ১.০৯ শতাংশ বৃদ্ধি পায়। অপরদিকে, আরবিআই সূত্রে আরও জানা গিয়েছে, বাজাজ ফাইনান্সের উপর থেকে তাঁদের ইকম এবং ইন্সটা ইএসআই কার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post