অন্তর্নিহিত ভারত বনাম পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও যখনই নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম প্রতিদ্বন্দ্বিতা করেন, তাদের মধ্যে যে বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় তা সকলের কাছে শিক্ষনীয় বিষয়। বৃহস্পতিবার পাকিস্তানের আর্সাদ নাদিম প্যারিস ২০২৪ এ জ্যাভলিন থ্রোয়ে 92.97 মিটার ছুঁড়ে স্বর্ণপদক জিতেছেন, এবং অলিম্পিক রেকর্ড ভেঙে দিয়েছেন। ভারতের নীরজ চোপড়া ৮৯. ৪৫ মিটার থ্রো করেছেন যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ।কিন্তু তাকে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। যদিও নীরজ চোপড়া তার পারফরমেন্সে অসন্তুষ্ট ছিলেন কিন্তু পাকিস্তানি ক্রীড়াবিদকে তিনি শুভেচ্ছা জানান এবং আলিঙ্গন করেন। নীরজ চোপড়ার মা সরোজ দেবী বলেন ,”আমরা রৌপ্য পদক নিয়ে খুব খুশি ,যে সোনা পেয়েছে সেও আমাদের সন্তান। সরোজ দেবী এ এন আই কে বলেছেন,” সবাই অ্যাথলেট ,সবাই কঠোর পরিশ্রম করে ।নাদিম ও ভালো সেও ভালো খেলে। নীরাজ আর নাদিমের মধ্যে কোন পার্থক্য নেই। আমরা সোনা- রূপা পেয়েছি ।আমাদের জন্য কোন পার্থক্য নেই। আবেগ ছিল সীমান্তের ওপারে পারস্পরিক। আরশাদ নাদিমের মা রাজিয়া পারভীন ভারতীয় জ্যাভলিন নিক্ষেপ কারী কে তার সাফল্যের আশায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
রাজিয়া পারভীন ইন্ডিপেন্ডেন্ট উর্দুকে বলেন,” তারা শুধু বন্ধু নয় ভাই এবং আমি নীরজেদের জন্য প্রার্থনা করি, সে যেন আরো সাফল্য পায়। নিরাজ ও আমাদের ছেলে এবং আমি তার জন্য প্রার্থনা করি যে সে পদক জিতুক। জয়-পরাজয় খেলার অংশ কিন্তু তারা ভাইয়ের মতো তারা ভাইয়ের মতো” যদিও মাঠে প্রতিদ্বন্ধী, নীরজ ও আসাদের বন্ধুত্ব রয়েছে। একই রকম বন্ধুত্ব ছিল রোহন বোপান্নাএবং আইসাম উল হক কুরাসি এই দুই লন টেনিস খেলোয়াড়ের মধ্যে। ভারত পাকিস্তানের এই দুই খেলোয়াড় একসাথে বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় ডাবলস পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে এবং ট্রফিও জিতেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে রাজনৈতিক বিভেদ যতই থাকুক না কেন খেলোয়াড় দের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ চিরকাল অটুট থাকুক এটাই সকলের কামনা।
Discussion about this post