হাসপাতাল থেকে রবিবার বিকেলেই ছাড়া পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট অস্ত্রোপচারের জন্য রবিবার সকালে তাঁকে ভর্তি করানো হয়েছিল কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানে প্লাস্টিক সার্জনের অধীনে ভর্তি ছিলেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রবিবার সকালে ভর্তি করা হয়েছিল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, অভিষেকের পেটে একটি ছোট অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের পরিভাষায়, ‘মাইনর অপারেশন’। হাসপাতাল সূত্রে খবর, তিনি শারীরিকভাবে স্থিতিশীল আছেন। অভিষেক বেরনোর সময়ে তাঁর সঙ্গে দেখা করতে যান দমকলমন্ত্রী সুজিত বসু। আপাতত অভিষেকের এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালের পক্ষ থেকে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি অস্ত্রোপচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি এখন হেমোডাইনামিকভাবে স্থিতিশীল। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ চিকিৎসক আদিশ বসুর নেতৃত্বে একটি স্পেশাল মেডিক্যাল টিম তৈরি করে পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছিল। বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে সকালেই জানানো হয়, গুরুতর কিছু নয়। সব ঠিক থাকলে বিকেলেই ছাড়া পেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই রবিবার বিকেলে ছাড়া পেয়ে যান অভিষেক। গত বুধবার অভিষেক সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, গত বছর এই সময় ‘নবজোয়ার যাত্রা’ করেছিলেন তিনি। এ বার চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে একটি বার্তা দিয়েছিলেন এক্স হ্যান্ডেলে। সাংগঠনিক কাজকর্ম থেকে দিন কয়েকের জন্য তিনি ছুটি নিচ্ছেন। এ কথা জানিয়েছিলেন তিনি। শারীরিক কারণে তিনি ছুটি নিচ্ছেন। একথাও জানানো হয়। চোখের সমস্যায় দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুগছেন। তাহলে সেই সমস্যা কী আবার বেড়েছে? চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যাবেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপর দেখা যায় ওই বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভর্তি হয়েছেন। জানা যায়, দুপুরেই অস্ত্রোপ্রচার হবে। এদিন বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। পায়ে হেঁটে তিনি বেরোন। বাইরের দরজায় এসে গাড়িতে ওঠেন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তাঁর সঙ্গে ছিলেন। অভিষেককে অভিবাদন জানান তিনি।
Discussion about this post