সামনেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থীও ঘোষণা করে দিয়েছে বিভিন্ন দল। আর বিজেপি তাদের প্রার্থী ঘোষণার পরেই প্রকাশ্যে এল জেলা সভাপতির পদত্যাগপত্র। ইতিমধ্যেই সেই পদত্যাগপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই পদত্যাগের নেপথ্যে তাঁর কিছু ব্যক্তিগত কারণ রয়েছে বলেই জানান পদত্যাগী জেলা সভাপতি। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণেই এই ঘটনা। বলাই যায়, বিজেপির প্রার্থী তালিকা ঘোষনার পরই ছন্দপতন। ফেসবুকে একটি পোস্ট করে বিজেপির জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বাসুদেব সরকার। তার পদত্যাগ পত্র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পাঠানো হয়েছে এবং তার ট্যাগ লাইনে নেতাজীর বিখ্যাত একটি উক্তি উদ্ধৃত করেছেন তিনি। বাসুদেব লিখেছেন ” চির উন্নত বিদ্রোহী শির লোটাবো না কারও পায়ে তোমারেই শুধু করিব প্রণাম, অন্তরতম প্রভু! জীবনের শেষ শোনিত বিন্দু দিয়ে যাব দেশ ভাইয়ে রহিবে বিবেক সে শুধু আমার! ” – নেতাজী।
“My knee shall bend I shall calmly pray to my God and God alone My body is in my country’s hands But my conscience is my own”
– Netaji.
যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।ওয়াকিবহাল মহলের ধারণা সদ্য তৃণমূল থেকে আসা মানষ ঘোষকে প্রার্থী করার জন্যই পদত্যাগ করেছেন তিনি। যদিও প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে তাঁর পদত্যাগের কোনও সম্পর্ক নেই বলেই দাবি বাসুদেব সরকারের। এই ঘটনার পর বিজেপির অন্দরের কোন্দল আবারও প্রকাশ্যে চলে এলো বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে বাসুদেব সরকার অবশ্য জানান, তাঁর কিছু পারিবারিক ও নিজস্ব সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন সাধারণ দলীয় কর্মী হিসেবেই কাজ করে যেতে চান। এই জেলায় অত্যন্ত শক্তিশালী সংগঠন তৈরি করেছেন দলীয় কর্মীরা। আর সেই কারণে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে তৃণমূলকে হারান সম্ভব হয়েছে। একইসঙ্গে তৃণমূলের তোলা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রসঙ্গে তাঁর দাবি, জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের কোন বিষয় নেই। একেবারেই নিজস্ব কারণে তাঁর এই ইস্তফার সিদ্ধান্ত। এদিকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানসকুমার ঘোষের বিষয়ে কিছু বলতে শোনা যায়নি তাঁকে।
এই বিষয়ে তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেন, ‘এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়। এটা বিজেপির আদি-নব্য দ্বন্দ্বের ফল। যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন, তাঁদের জায়গা না দিয়ে সদ্য অন্য দল থেকে আগত লোকেরা জায়গা পাচ্ছেন। সেই কারণেই এই ঘটনা।’
Discussion about this post