সমবায় নির্বাচনে ধরাশায়ী তৃণমূল। ১৫ বছরের রেকর্ড এবারও ধরে রাখল বামেরাই। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের জগন্নাথপুর খুকুড়দা সমবায় সমিতির নির্বাচন ছিল। সেই ভোটে জোটে এবারও বোর্ড ধরে রাখল বাম সমর্থিত সমবায় বাঁচাও মঞ্চ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর -২ ব্লকের জগন্নাথপুরে এই সমবায়ে মোট আসন ৪৮। সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা জয়ী ৪৬ আসনে। বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা জয়ী ২ আসনে। কিন্তু তৃণমূল কোনও আসনে জয়ী হয়নি। আর বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি। সকল ভোটারদের অভিনন্দন জানিয়েছেন সমবায় বাঁচাও মঞ্চের নেতা গনেশ সামন্ত, রণজিত পাল, শান্তনু চক্রবর্তী। ফল ঘোষণার পর এলাকায় মিছিল বের হয়।সমবায় বাঁচাও মঞ্চের নেতা রামচন্দ্র মাইতির কথায়, “বিরোধীদের অনেক চক্রান্ত ছিল। অনেক অভিসন্ধি ছিল। সমস্ত কিছুকে ব্যর্থ করে দিয়ে মানুষ সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয়ী করেছেন। আমাদের সাফল্য দেখেই আবারও নির্বাচিত করেছেন মানুষ। আমরা জানতাম, মানুষ আমাদের সঙ্গে থাকবেন। আমরা যেভাবে কাজ করেছি, সকলে তার সুফল পেয়েছে।”তবে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইতের বক্তব্য, “বামেরা মঞ্চ গড়ে ভোটে জিতেছে। ১৫ বছর ধরে তারা এই সমবায় সমিতিতে ক্ষমতায় আছে। বিরোধীদের সদস্য পদ সেই ভাবে দেওয়া হয়নি। তাই এবারও সমবায় সমিতিতে তারা জয় লাভ করতে পেরেছে।”
জম্মু ও কাশ্মীরের একটি মনোরম পর্যটন কেন্দ্র পহেলগাঁও। যার অদূরে অবস্থিত বৈসরণ ভ্যালি, যাকে মিনি সুইজারল্যান্ড বলেও দাবি করেন স্থানীয়রা।...
Read more
Discussion about this post