ভারতীয় রেল দেশীয় পর্যটনকে উৎসাহিত করতে কয়েক বছর আগে চালু করেছিল ভারত গৌরব ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। মূলত পর্যটকদের জন্য এই ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি নেই। এবার উত্তরবঙ্গবাসীদের জন্য অযোধ্যার নবনির্মিত রাম মন্দির এবং রামলালার মূর্তি দর্শন করানোর উদ্দেশ্যে আইআরসিটিসি চালাবে একটি ভারত গৌরব ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। তবে শুধু অযোধ্যা নয়, আইআরসিটিসি-র এই প্যাকেজ ট্যুরে থাকছে উত্তর ভারতের আরও বেশ কয়েকটি ধর্মীয় তীর্থস্থান। আট রাত্রি নয় দিনের এই প্যাকেজ ট্যুরের মূল্য দুটি শ্রেনিতে ভাগ করা হয়েছে।
আইআরসিটিসি-র এই প্যাকেজ ট্যুরের নাম ‘উত্তর ভারত উইথ রামলালা দর্শন’। ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি ছাড়বে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আগামী ১৮ মে। ট্রেনটিতে বুকিং নেওয়া হবে নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, রামপুরহাট, দুমকা, জামালপুর, কিউল, পাটনা এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। অর্থাৎ এই স্টেশনগুলি থেকে ট্রেনে ওঠা বা নামা যাবে।
‘উত্তর ভারত উইথ রামলালা দর্শন’ প্যাকেজ ট্যুরের দর্শনীয় স্থানগুলি হল মাতা বৈষ্ণদেবী মন্দির, হরিদ্বার-ঋষিকেশ, মথুরা-বৃন্দাবন এবং রাম জন্মভূমি অযোধ্যা। ভারতীয় রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি তাঁদের প্যাকেজ ট্যুরগুলিতে পর্যটকদের যাবতীয় দায়িত্ব বহন করে। ট্রেনভাড়া, খাওয়াদাওয়া থেকে শুরু করে কুলি চার্জ, হোটেল এবং অন্যান্য পরিবহণের খরচ ধরা থাকে তাঁদের প্যাকেজে। নিউ জলপাইগুড়ি থেকে ছাড়া ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনে দুটি শ্রেণি থাকবে। একটি ইকোনমি অর্থাৎ সাধারণ স্লিপার কোচ অন্যটি কমফোর্ট অর্থাৎ এসি থ্রি টায়ার কোচ। প্যাকেজ মূল্যও সেই অনুযায়ী। আইআরসিটিসি জানিয়েছে উত্তর ভারত উইথ রামলালা দর্শনের প্যাকেজ মূল্য হল ইকোনমি ক্লাসে জনপ্রতি ১৭,৯০০ টাকা এবং কমফোর্ট ক্লাসে জনপ্রতি ২৯,৫০০ টাকা প্যাকেজমূল্য রাখা হয়েছে। ইকোনমি বা স্লিপার ক্লাসে আসন বা বার্থ থাকছে ৬৬০টি এবং কমফোর্ট বা এসি থ্রি টায়ারে বার্থ থাকছে ১২০টি। যারা এই ভারত গৌরব ট্রেনে উত্তর ভারত উইথ রামলালা দর্শন প্যাকেজ বুক করবেন, তাঁদের সঙ্গে রাখতে হবে করোনা টিকার সার্টিফিকেট এবং সচিত্র পরিচয়পত্র। প্রসঙ্গত, অযোধ্যায় নতুন রাম মন্দির উদ্বোধণের পর থেকেই প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত হচ্ছেন। তাই ভালোভাবে নির্ঝঞ্ঝাৎ অযোধ্যা ও বৈষ্ণদেবী দর্শনের জন্য রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি-র এই প্যাকেজ বুক করলে সুবিধা হবে। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষদের জন্য এই প্যাকেজ অত্যন্ত উপযোগী হবে।
Discussion about this post