কথায় আছে সবজান্তা গুগল। অর্থাৎ আপনার কিছু অজানা থাকলেও তা অজানা নেই গুগলের। বিশ্বের আট থেকে আশি গুগল সম্পর্কে এই ধারণাই পোষন করে আসছে কয়েক যুগ ধরে। সাধারণত গুগল বেশিরভাগ পরিষেবাই দেয় একদম বিনামূল্যে। যেমন গুগল সার্চ বা ইউটিউব, এগুলি ব্যবহার করার জন্য কোনও পরিষেবামূল্য দিতে হয় না গ্রাহকদের। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই সমস্ত পরিষেবা থেকেই সুন্দর পিচাইয়ের নেতৃত্বাধীন গুগল প্রতি মিনিটে আয় করে কোটি কোটি টাকা।
যে কোনও তথ্য হোক বা অতীতের কোনও ঘটনার ইতিহাস, বিজ্ঞানের কোনও নতুন আবিস্কার হোক বা খেলার দূনিয়ার সর্বশেষ আপডেট। আবার ঘুরতে বেরিয়ে রাস্তা খুঁজে না পাওয়া, বা অচেনা জায়গায় গিয়ে এটিএম বা রেস্তরাঁ খোঁজা সবেতেই আমাদের ভরসা গুগল। সাত-পাঁচ না ভেবে আমরা যে কোনও তথ্য পেতে গুগল সার্চে গিয়ে খোঁজাখুঁজি করি। কিন্তু এর থেকেই গুগল আয় করছে কোটি কোটি টাকা। কত টাকা? একটি রিপোর্ট অনুযায়ী প্রতি মিনিটে গুগল আয় করছে প্রায় ২ কোটি টাকা। তাই বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী কোম্পানিগুলির মধ্যে গুগল অন্যতম।
কীভাবে আয় করে গুগল?
আমরা যখন গুগলে কোনও কিছু সার্চ করি তখন নিমেষে বহু ওয়েবসাইটের আর্টিকেল সামনে চলে আসে। এর সঙ্গেই আসে বহু বিজ্ঞাপণ। আর সেই বিজ্ঞাপণগুলি দেখার জন্যই মোটা অঙ্ক আয় করে গুগল।
এছাড়া গুগলে বেশ কয়েকটি পেইড সার্ভিস আছে। যেমন, গুগল ওয়ান, গুগল জেমিনি ইত্যাতি। এই সার্ভিসগুলি ব্যবহার করতে হলে গ্রাহকদের টাকা দিতে হয়। আর তার থেকে মোটা অঙ্কের টাকা আয় করে গুগল।
পাশাপাশি গুগল ক্লাউড, প্রিমিয়াম কন্টেন্ট পরিষেবা নিতেও গ্রাহকদের দিতে হয় মাসিক চার্জ। অনেক সংস্থা বা গ্রাহক আছেন যারা গুগল ক্লাউড পরিষেবা নেওয়ার জন্য মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে। ফলে এই উপায়েও ভালো টাকা আয় করে গুগল।
এবার আসি ইউটিউবের কথায়। গুগলের এই পরিষেবাও দুটি বিভাগে পাওয়া যায়। একদম বিনামূল্যে আর পয়সা দিয়ে। বিনামূল্যে ইউটিউব ভিডিও দেখতে হলে প্রচুর বিজ্ঞাপণ দেখতে হয়। অনেক ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও ইউটিউবে বিজ্ঞাপণ দেখতে বাধ্য হন গ্রাহকরা। এই বিজ্ঞাপন থেকেই মাসে মোটা অঙ্কের টাকা আয় করে গুগল। আর পেইড পরিষেবা থেকে তো এমনিতেই বিপুল পরিমান টাকা আয় করে গুগল। ফলে আপনি ফ্রিতে গুগল সার্চ বা ইউটিউব ভিডিও দেখলেও ঘুরপথে কোটি কোটি টাকা ঘরে তুলছে গুগল।
Discussion about this post