অনেকেরই বিমানে চড়ার স্বপ্ন থাকে। কারণ সাধারণ মধ্যবিত্তের কাছে আজও বিমানভাড়া জোগার করা খুবই কঠিন। কলকাতা থেকে দিল্লি বা যে কোনও বড় শহরে যাওয়ার বিমানের টিকিটের ভাড়া ৬ থেকে ৮ হাজার টাকা, আবার কোনও ক্ষেত্রে তা আরও বেশি। তবে বিমানযাত্রায় খরচ বেশি হলেও সময় বাঁচে অনেকটাই। কিন্তু ট্রেনের ক্ষেত্রে সময় বেশি লাগলেও ভাড়া বিমানের তুলনায় অনেক কম। তবে যদি সস্তায় বিমানে চড়ার সুযোগ পান? আপনাদের জন্য সুখবর আছে। এবার জলের দরে বিমানের টিকিট পাওয়া যায় ভারতের কয়েকটি রুটে।
একটি ইংরেজি পোর্টালের প্রতিবেদন অনুসারে দেশের অন্তত ২২টি এমন রুট আছে যেখানে মূল বিমানের ভাড়া বা বেস প্রাইস জনপ্রতি ১০০০ টাকারও কম। এরমধ্যে একটি রুটের বিমানভাড়া ১৫০ টাকা জনপ্রতি বলে দাবি করা হয়েছে। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বিমান পরিষেবা সুগম করতে কেন্দ্রীয় সরকার নানান উদ্যোগ নিয়েছে। ফলে এই অঞ্চলে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে বিমানভাড়ায় ভর্তুকি দেওয়া হয়। এই রুটগুলি হল গুয়াহাটি থেকে ইম্ফল, গুয়াহাটি থেকে শিলং, ডিমাপুর থেকে শিলং, শিলং থেকে লীলাবাড়ি, লীলাবাড়ি-তেজপুর, ইম্ফল থেকে আইজল, গুয়াহাটি থেকে পাসিঘাট ইত্যাদি। এই সমস্ত রুটে বিমানভাড়া জনপ্রতি ১৯৯ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। আর লীলাবাড়ি থেকে তেজপুরের বিমানভাড়া পড়ে ১৫০ টাকা। এই রুটগুলির মধ্যে সর্বোচ্চ ৯৯৯ টাকা বিমানভাড়া পড়ে লীলাবাড়ি-পাসিঘাট রুটে।
কেন্দ্রীয় সরকারের অধীন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দেশের প্রত্যন্ত এলাকায় বিমান পরিষেবা দিতে ২০১৬ সালে একটি অনন্য প্রকল্প চালু করেছে। যার নাম উডান বা উড়ে দেশ কা আম নাগরিক। এই প্রকল্পের অধীনে মোট ৫৫৯ রুট চিহ্নিত করা হয়েছে। এই রুটগুলিতে সারা বছরই বিমানভাড়া সস্তা থাকে। এই উডান প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান অপারেটরদের ভর্তুকি দেয়। ফলে এই রুটগুলিতে বিমানের ভাড়া অনেকটাই কমে যায়।
Discussion about this post