ভ্যাপসা গরমে কাহিল। শরীর ঠান্ডা রাখতে ভরসা একমাত্র ঠান্ডা আরামদায়ক শীতল পরিবেশ। কিন্তু এই গরমে এই রমক মনোরম স্থান কোথায় পাবেন ? এই পরিস্থিতিতে একমাত্র স্বপ্নেই মিলবে সেই মনোরম স্থানের হদিশ। তবে রোজ যেভাবে রোদ্দুরের তেজ বাড়ছে , সেখানে দাঁড়িয়ে শরীর ঠান্ডা রাখতে ভরসা পাখা, কুলার, এসির বৈদ্যুতিক যন্ত্রের। যার ফলে লাফিয়ে বাড়ছে বৈদ্যুতের বিল। আর সেই বিল মেটাতে গিয়েই পকেটে ছ্যাঁকা খাচ্ছে আম জনতা। আর চিন্তা নেই। মার্কেটে এসেছে এমন একটি জাদুকরি জিনিশ, যা মিটারে লাগানো থাকলে আয়ত্ত্বের মধ্যেই থাকবে আপনার বিদ্যুতের বিল। কিন্তু কি সেই জিনিশ। জানাবো সেই তথ্যই।।
বাজারে এসেছে সস্তায় এমন একটি যন্ত্র, যেটিকে বাড়ির মিটারে লাগালেই আপনার বিদ্যুতের বিল ৪০ শতাংশ কমে কমানো সম্ভব। শুধু তাই নয়, শর্ট শার্কিটের হাত থেকেও রক্ষা করবে এই ডিভাইস এমনই .দাবি সংস্থার। নাম SAIMAX SAI3G । গ্রাহকের কথা ভেবে কোম্পানি এই প্রোডাক্টের দাম ধার্য করেছে মাত্র ৭৫০ টাকা। সেই সঙ্গে আপনি যদি অনলাইনে কিনে থাকেন, সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন ৭৩ শতাংশ। অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ১৯৯ টাকাতেই। বেসরকারি ব্যাঙ্ক ICICI ও KOTAK ব্যাঙ্কের গ্রাহকরা যদি অনলাইনে এই প্রোডাক্টটি অর্ডার করেন, তাহলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পেয়ে যাবেন অনায়াসেই। অর্ডারের কয়েক দিনের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে এই প্রোডাক্ট। একইসঙ্গে এই প্রোডাক্টের ক্ষেত্রে অনলাইন গ্রাহকদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধাও। পাশাপাশি, অন্যান্য প্রোডাক্টের মতো এটিকেও আপনি ফেরৎ দিতে পারবেন কেনার সাত দিনের মধ্যে। তবে বলে রাখি, এই যন্ত্র ব্যবহারের আগে অবশ্যই ইঞ্জিনিয়ারকে দিয়ে ভালো করে পরীক্ষা করে নেবেন আপনার মিটারটিকে। যদি ইঞ্জিনিয়ার মনে করেন তবেই বাড়িতে বসান এই ডিভাইসটি। তবে বাড়িতে শুধু ডিভাইস বসালেই হবে না। মানতে হবে বেশ কিছু নিয়ম। প্রথমত, বিদ্যুৎ বিল কমানোর জন্য ডিভাইসের সুইচ বন্ধ করুন। বেশিরভাগ ডিভাইস স্ট্যান্ডবাইতে রাখার জন্য অকারণে বিদ্যুৎ বিল বাড়তে থাকে। তাই সব অ্যাপলায়েন্স সুইচ থেকে বন্ধ করে আপনি সহজেই বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। অন্যদিকে,বাড়ির জন্য AC কেনার সময় অবশ্যই 5 স্টার রেটিং দেখে নিন। সেই সঙ্গে উইন্ডো AC -র পরিবর্তে ইনভার্টর AC ব্যবহার করলে খরচ অনেকটা কমবে। সবসময় এছাড়াও AC -র তাপমাত্রা 24 এ রাখুন। তাহলে আর কি, ইঞ্জিয়ারের পরামর্শ নিন, আর বাড়িতে আনুন এই ডিভাইসটি।।
ব্যুরো রিপোর্ট….
রাজ্যের বিভিন্ন জেলাতে আজও হালকা বৃষ্টির পূর্বাভাস। আপাতত শীতের আমেজে ফিকে হয়ে গেছে।বাড়ল রাতের তাপমাত্রা। তবে বাড়তে পারল না দিনের...
Read more
Discussion about this post