১০ মে থেকে খুলে গিয়েছে কেদারনাথ মন্দির। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের এই মহাতীর্থে উপচে পড়তে শুরু করেছে ভক্তদের ভিড়। অনেক আগে থেকেই দেশের নানা প্রান্তের ভক্তরা প্ল্যান করে ফেলেছেন চারধাম যাত্রার। এই চারধামের মধ্যে পড়ে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী। সবকটি তীর্থই বেশ বিপদসঙ্কুল এবং ট্রেক নির্ভর। ফলে কেদারনাথ বা চারধাম যাত্রায় যাওয়ার আগে জেনে রাখুন কয়েকটি টিপস। সেই সঙ্গে জেনে রাখুন কেদারনাথের হেলিকপ্টার বুকিংয়ের যাবতীয় তথ্য।
কেদারনাথ মন্দিরে পৌঁছতে হলে আপনাকে পায়ে হেঁটে প্রায় ১৬ কিলোমিটারের কঠিন ট্রেকিং করতে হবে। এই ট্রেক একদিকে যেমন শারীরিক পরিশ্রমের অন্যদিকে মানসিকভাবে খুবই ক্লান্তিকর। ফলে যারা এই পথে যাবেন, তাঁদের অন্তত এক-দেড় মাস আগে থেকে হালকা জগিং এবং হাঁটা অনুশীলন করতে হবে। পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করাও খুব ভালো। আর একটি সুবিধা আছে। হেলিকপ্টারে চেপে কেদারনাথ মন্দির দর্শন করে ফিরে আসা যায়। তবে এর জন্য গুনতে হবে চড়া অর্থ। আসুন জেনে নেওয়া যাক কেদারনাথের হেলিকপ্টার ভাড়া এবং বুকিং তথ্য।
কেদারনাথে হেলিকপ্টার সার্ভিস পরিচালনা করে রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি। একমাত্র তাঁদের ওয়েবসাইট থেকেই বুক করা যায় এই পথের সমস্ত হেলিকপ্টারের আসন। ফলে বিজ্ঞাপণের চমকে বিশ্বাস করে অন্য কোনও সংস্থা থেকে হেলিকপ্টারের আসন বুক করে ঠকে যাবেন না। কেদারনাথের হেলিকপ্টার বুক করার জন্য লগইন করুন আইআরসিটিসি-র HTTPS://HELIYATRA.IRCTC.CO.IN ওয়েবসাইটে।
আসুন জেনে নেওয়া যাক কেদারনাথের হেলিকপ্টার ভাড়া কত, কোথা থেকে পাওয়া যাবে?
কেদারনাথের হেলিকপ্টার সার্ভিস তিন জায়গা থেকে পাওয়া যায়। প্রথমটি হল গুপ্তকাশী। এখান থেকে কেদারনাথ পর্যন্ত হেলিকপ্টারের যাওয়া-আসার ভাড়া ৮,১২৬ টাকা। দ্বিতীয় সার্ভিসটি পাওয়া যায় ফাটা থেকে। এই পথে কেদারনাথের আসা-যাওয়ার ভাড়া ৫,৭৭৪ টাকা। এবং আরেকটি হেলিকপ্চার সার্ভিস পাওয়া যাবে সিরসি থেকে। এখান থেকে কেদারনাথে ভাড়া পড়বে ৫,৭৭২ টাকা জনপ্রতি। তবে কেদারনাথ মন্দিরের কপাট খোলার পরবর্তী ১৫ দিনের জন্য হেলিকপ্টার সার্ভিস বন্ধ থাকে। ফলে আগে থেকে হেলিকপ্টার বুক করেই বাকি ভ্রমণের প্ল্যান করবেন।
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নিজের প্রতিশ্রুতিগুলি রাখলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করলেন এক নতুন অধ্যায়। দায়িত্ব পাওয়ার...
Read more
Discussion about this post