মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি, লন্ডন থেকে সিঙ্গাপুরগামী এক বিমানে হুলুস্থুলু কাণ্ড। উড়ন্ত বিমানেই প্রবল ঝাঁকুনির জেরে এক বিমানযাত্রীর মৃত্যু হয়েছে, এবং আহত কমপক্ষে ৩০ জন। জানা যাচ্ছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান SQ321, যা সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে উড়েছিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এটি একটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান। ওই বিমানে ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী ছিলেন। মাঝ আকাশেই সেই বিমান প্রবল এয়ার টার্বুল্যান্সের (AIR TURBULENCE) মধ্যে পড়ে যায়। ফলে প্রচন্ড ঝাঁকুনি হতে থাকে বিমানে। ভিতরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে। সেই সময় অনেকেই সিট বেল্ট বাঁধতে পারেননি। ফলে অনেকেই ছিটকে যান বিমানের আসন থেকে। প্রবল ঝাঁকুনির ফলে মাথার উপরে থাকা হ্যান্ড লাগেজ ছিটকে পড়ে। এই পরিস্থিতিতে এক যাত্রীর মৃত্যু হয় বিমানের মধ্যেই।
সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে। জানানো হয়েছে, বিমানটি মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ব্যাংককের সুবর্ণভূমিক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরন করানো হয়। সেখানেই আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান এয়ার টার্বুল্যান্সে পড়ে। সেই বিমানে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রেখে বিমানে থাকা সমস্ত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করছি। এবং একটি দলকে ইতিমধ্যেই ব্যাংকক পাঠিয়েছি। ওই বিমানে থাকা সমস্ত যাত্রীদের সব ধরণের সহায়তা করা হবে বলেও জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।
Discussion about this post