ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন? কিন্তু কোনো মেয়েই আপনাকে পছন্দ করেছেনা। আলাপে কোনো ভুল করছেন নাতো ? এখন বেশিরভাগ মানুষ ডেটিং অ্যাপ-এ নাম লেখান। ডেটিং অ্যাপ-এ সঙ্গী খোঁজার বিশেষ প্রচলন এখন লক্ষ্য করা যায়। অনেকেই আছেন যারা বাস্তবে সঙ্গীর সামনে গিয়ে মনের কথা বলতে পারেননা। ফলে সেক্ষেত্রে ডেটিং অ্যাপ তাদের জন্য বিশেষ কার্যকরী হতে পারে। আপনি যদি ডেটিং সাইটে নাম লিখিয়ে থাকেন, কিন্তু সেখানে আপনার আচরন বিশেষ পছন্দ করছেনা অপরদিকে মানুষটি, তাহলে আপনার আচার আচরণে বিশেষ কিছু পরিবর্তন আনা উচিত। ডেটিং সাইটে কথা বলার আগে কোন কোন ভুল গুলো করবেন না।
২-১ দিন কথা বলেই ফোন নম্বর চাওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখাবেন না। আপনি যদি প্রথমেই ফোন নম্বর চাওয়ার ক্ষেত্রে মনোযোগী হতে পড়েন, তাহলে সেক্ষেত্রে বিশেষ সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার ম্যাচিং পার্টনার আপনার সাথে কথা বলতে আগ্রহী কিনা সেটা আগে দেখা প্রয়োজন। দেখা করার প্রতি প্রথমেই আগ্রহ দেখাবেন না। কারণ এতে পছন্দের মানুষটির মনে খারাপ প্রভাব পড়তে পারে। তার ভালো মন্দের দিকটি সবার আগে দেখুন। আগে মনের মানুষের মন জয় করেই তারপর তার সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা করুন। আপনার অ্যাকাউন্টে যদি ফটো ব্যবহার করেন, তবে সিঙ্গেল ফটো ব্যবহার করুন। পরিবারের সাথে বা বন্ধুদের সাথে সহযোগে তোলা ছবি কখনো প্রোফাইল পিকচার করবেন না। তাতে আপনার ম্যাচিং পার্টনারের আপনার প্রতি বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে।
অন্য মানুষটির পছন্দ ও অপছন্দ, ভালো লাগা, খারাপ লাগাকে বেশি গুরুত্ব দিন। প্রথমেই নিজের ভালো লাগা খারাপ লাগাকে আগ বাড়িয়ে দেখাতে যাবেন না। অনেকেই আছে যারা নিজেকে জাহির করতে ভালোবাসেন। এর ফলে কিন্তু বিপরীতের মানুষটির আপনার সমন্ধে খারাপ মনোভাবের সৃষ্টি হতে পারে। নিজের কথা শোনানোর আগে তার সমন্ধে শোনার চেষ্টা করুন। এর ফলে সেই মানুষটির সম্পর্কে অনেক বেশি তথ্য পাবেন আপনি। সাথে সেই মানুষটি আপনার কাছে মনের কথা শেয়ার করতে পারলে আপনি তার কাছে বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারবেন।
যখন দুজনে মেসেজ কথোপকথন করছেন, তখন মেসেজের রিপ্লাইয়ের জন্য উল্টোদিকের মানুষটিকে সময় দিন। অনেকে আছে যারা মেসেজের রিপ্লাইয়ের দেরি হলে উল্টোদিকের মানুষকে অভিমান দেখান। সঙ্গে সঙ্গে উত্তর আশা না করাই ভালো। বেশি তাড়াতাড়ি রিপ্লাই চাইলে তিনি আপনার সাথে কথা বলায় বিরক্ত হতে পারেন। অপজিটের মানুষটি যদি কথা না এগোতে চায়, তাহলে আপনিও বেশি জোর করে কথা এগোতে যাবেন না। তিনি যদি আপনার সাথে কিছুদিন কথা বলে বেশি আগ্রহ না দেখতে চায়, তবে আপনিও বেশি আগ্রহ দেখানো বন্ধ করুন।
Discussion about this post