ভারতের বৃহত্তম দুর্গ হিসেবে পরিচিত রাজস্থানের কুম্ভলগড় দুর্গ। পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যের রাজসামান্দ জেলার একটি ছোট শহর কুম্ভলগড়। কুম্ভলগড় শহরটি, কুম্ভলগড় দুর্গের জন্যই খ্যাত। এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটি পরিচিত হয়েছে। এতো একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, অনেক জনপ্রিয় হোটেল, রিসোর্ট, ভিলা ইত্যাদি রয়েছে এই স্থানে। কুম্ভলগড় দুর্গ প্রাচীর, চীনের প্রাচীরের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর হিসাবে পরিচিতি পেয়েছে। এছাড়া এই স্থানটি একটি ঐতিহ্যশালী স্থান হিসাবেও খ্যাতিসম্পন্ন। প্রতি বছর বহু সংখ্যক পর্যটক এই স্থানে পর্যটনের জন্য আসেন।
কুম্ভলগড় দুর্গ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত, বৃহত্তম পাহাড়ি দুর্গ।পঞ্চদশ শতাব্দীতে মহারানা কুম্ভ এটির নির্মাণ করেছিলেন। দুর্গটির চারপাশে ৩৬ কিলোমিটার পর্যন্ত প্রাচীর অবস্থিত যা ৩৬ ফুট পুরু। তাই এই প্রাচীরটিও দর্শনের একটি বিষয়বস্তু। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর এটি।
কুম্ভলগড়ের আবহাওয়া
কুম্ভলগড়ে পর্যটনের জন্য সেরা সময় শীত কাল। তবে এই গরমেও সেখানে ভ্রমণের জন্য যেতে পারেন। কুম্ভলগড়ের আবহাওয়া নাতিশীতোষ্ণ প্রকৃতির। গরম কালে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর ওঠেনা। অন্যদিকে শীতকালে মোটামুটি ২০ ডিগ্রির মধ্যে থাকে তাপমাত্রা। তবে গ্রীষ্ম, শীত যায় হোক না কেনো, একটা বেশ মনোরম পরিবেশ সারাক্ষণ বিরাজ করে এই স্থানে। সারাবছর পর্যটনের জন্য এই স্থানটি যথার্থ। তাই বেশিরভাগ পর্যটকরা হয় তাদের ব্যবসা, না হয় বসতি স্থাপনের জন্য পাড়ি দেয় এখানে।
কি ভাবে পৌঁছবেন কুম্ভলগড় দুর্গে?
আপনি নিজের গাড়ি করেও কুম্ভলগড় যাত্রা করতে পারেন। তবে সেক্ষেত্রে, বিশেষ কিছু সচেতনতা অবলম্বন করা দরকার। উদয়পুর বা যোধপুর থেকে বসে কিংবা ট্রেনে যেতে পারেন। উদয়পুর থেকে বাস বা ট্রেনে করে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৩-৪ ঘণ্টা।
কুম্ভলগড় সাফারী ক্যাম্প
কুম্ভলগড় সাফারী ক্যাম্প দর্শকদের জন্য একটি অন্যতম স্থান। এখানে আগত অতিথিরা কুম্ভলগড়ে জিপে করে বা পায়ে হেঁটে এখানে ঘুরতে পারেন, জঙ্গলে ঘুরে পাখি এবং বন্যপ্রাণী দেখার একটি বিশেষ সুবিধা রয়েছে।কুম্ভলগড় সাফারী ক্যাম্পটি দুর্গ থেকে কিছুটা দূরে অবস্থিত। আগত পর্যটকরা এখানে তাঁবু খাটিয়ে বা কটেজে থাকতে পারেন। এই স্থানে লাইব্রেরী বুক এছাড়া সুমিং পুল এইসব এর সুযোগ সুবিধা রয়েছে। ক্যাম্পটি অতিথিদের আশেপাশের মনোরম ও বন্য প্রকৃতি দর্শনের সুযোগ দেয়।
কুম্ভলগড়ের রিসর্ট
আরাবল্লী পর্বতের মাঝে অবস্থিত কুম্ভলগড়ের রিসর্টটি একটি সুন্দর, নির্জন ও মনোরম প্রাকৃতিক পরিবেশ চাক্ষুষ করার সুযোগ দেয়। রিসর্টটি বিলাসবহুল, ও আরামদায়ক এবং রিসর্ট-র কর্মীদের আত্মীয়তা ও যত্নশীলতা আপনাকে বিশেষভাবে প্রভাবিত করবে।
কুম্ভলগড় হোটেল
গোটা কুম্ভলগড় জুড়ে ছোট বড়ো বহু হোটেল রয়েছে। হোটেল ব্যয়ও আপনার রেস্তর মধ্যে থাকবে। এটি দেশীয় ও আন্তর্জাতিক দুই পর্যটকদের কাছে আকর্ষণের প্রধান গন্তব্য। কারণ কয়েকটি জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রর কাছাকাছি অবস্থিত হোটেল গুলি। তাই ১ রাত কিংবা ১ সপ্তাহের জন্য এখানে থাকার ব্যবস্থা করে নিতেই পারেন।
Discussion about this post