মাঝে মধ্যেই আচমকাই রাতে কাক ডেকে ওঠে। নিশুতি রাতে আচমকা কাকের ডাক শুনে ভয়ে গা ছমছম করে, তাই না। আচমকা গভীর রাতে কাক ডাকার শব্দ শুনলে সবার আগেই মনে হয়, এ কোনও অশুভ ইঙ্গিত দিচ্ছে না তো? বা সেই স্থানে কোনও অলৌকিক শক্তির প্রভাব নেই তো? না, একেবারেই তা নয়। মধ্যরাতে কাক ডাকার নেপথ্যে রয়েছে বেশ কিছু ব্যাক্ষা। যা শুনলে অবাক হবেন আপনিও। ভাবছেন তো, এ আবার কি? আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই প্রতিবেদনে জানাবো সেই অজানা তথ্যই।
আমরা সকলেই জানি কাকের দু-চোখ থাকা সত্বেও, সে এক চোখেই দেখতে পায়। সেই সঙ্গে, সূর্যের আলো নিভে গেলে তো কথাই নেই, একেবারেই চোখে দেখতে পায় না কাক। তাই কোনও মতে গাছের ডালে তৈরি বাসাতেই রাত কাটায় তারা। গভীর রাতে আচমকা যখন কোনও শিকারি পাখী তাদের বাসায় হামলা চালানোর চেষ্টা করে। তখন তারা গাছে থাকা অন্যান্য পাখীদের সতর্ক করতেই ডেকে ওঠে। তবে এ প্রসঙ্গে অনেকেরই আবার বলছে, কোনও বিপদ ঘনিয়ে আসছে তা সবার আগে জানতে পারে কাকা। তাই সেই বার্তা দিতেই মাঝরাতে ডেকে ওঠে।
অন্যদিকে, শহরের রাস্তায় রাতের বেলায় স্ট্রিট লাইটের আলো এত ঝলমল করে, তা দেখে দিন না রাত বুঝতে পারে না। তাই ভোর হয়েছে মনে করে আচমকাই ডেকে ওঠে কাক। তবে ভেবে দেখবেন কাক কিন্তু একা ডাকে না না। একটা কাক ডাকলে তার সঙ্গে ডেকে ওঠে একাধিক কাক। তবে মাঝরাতে কাকের ডাক যে কোনও অলৌকিক ইঙ্গিত নয়, তা বলাই যায়।।
Discussion about this post