৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমাদের চারপাশে ঘিরে থাকা বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, জীবিত ও নির্জীব উপাদান নিয়েই গঠিত আমাদের পরিবেশ। এই উপাদানগুলি প্রতিনিয়ত আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। তবে আধুনিক যুগে শিল্পায়ন ও নগরোন্নয়নের জন্য প্রকৃতিক সম্পদকে আমরা প্রতিনিয়ত অপব্যবহার করছি। ফলে লাফিয়ে দূষণের মাত্রা বাড়ছে পরিবেশে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবিলম্বে পরিবেশকে রক্ষা করতে হবে। তার জন্য সবার আগে সচেতন হতে হবে মানুষকে। কারণ, পরিবেশ ধ্বংস ও গড়ার নেপথ্যে একমাত্র কারিগড় এই মানবসমাজ। অর্থাৎ সবার আগে আমাদেরকেই সচেতন হওয়া প্রয়োজন। তাই পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের গুরুত্ব বোঝাতে হবে।
জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে প্রতি বছর এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। সেই সঙ্গে ১৯৭২ খ্রীষ্টাব্দের ৫ই জুন, প্রথম এই দিনটিতে পরিবেশ দিবস পালন করে জাতিসংঘ। জানা যায়, ১৯৭২ খ্রীষ্টাব্দে প্রথম পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছিল সুইডেনের রাজধানী স্টকহোমে। সম্মেলনে অংশগ্রহণ করেছিল প্রায় ১১৯ টি দেশ। তারপর থেকেই প্রত্যেক বছর এইদিনেই অতিসমারহে পরিবেশ দিবস পালন করে থাকেন পরিবেশপ্রেমীরা। তাই আর গাছ কাটা নয়, বৃক্ষরোপন করবো আমরা। পরিবেশকে দূষণমুক্ত করতে আজই এগিয়ে আসুন। একসঙ্গে হাতে হাত মিলিয়ে এক দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলি আমরা।।
Discussion about this post