ভ্রমণ পিপাসুদের জন্য এবার দারুন খবর দিল ভারতীয় রেল। গরমের মরশুমে আপনি পরিজনদের নিয়ে ঘুরতে গেলেও খাবারের জন্য আর চিন্তা করতে হবে না। কারণ যাত্রীদের জন্য এক বিশেষ পরিষেবা দিতে চলেছে রেল। এই পরিষেবা পেতে হলে আপনাকে কাটতে হবে না কোনও রির্জাবেশন টিকিট। জেনারেল টিকিটের যাত্রীদের জন্য মিলবে এই পরিষেবা। কিন্তু কী পরিষেবা পাবেন এই যাত্রীরা। জানাবো সেই তথ্যই ।।
IRCTC এর তরফে এবার ইকোনোমি মিলের সুবিধা পাবেন যাত্রীরা। জেনারেল কামরার যাত্রীদের কথা মাথায় রেখে এই বিশেষ সুবিধা চালু করেছে রেল। এই মিলের মাধ্যমে যাত্রীরা মাত্র ২০ টাকার বিনিময় খাবার কিনতে পারবেন। শুধু খাবারই নয়, সঙ্গে পাবেন ৩ টাকার বিনিময় পানীয় জলের বোতলও। যাত্রীদের এই পরিষেবা দিতে IRCTC এর তরফে স্টেশনে বসানো হয়েছে বেশ কয়েকটি স্টল। প্লাটফর্মের এমন জায়গায় এই স্টলগুলি বসানো হয়েছে, সেখান থেকে জেনারেল কামরায় পৌঁছনো খুবই সহজ। তবে জানেন, মাত্র ২০ টাকার এই খাবারের তালিকায় কি কি থাকছে। ২০ টাকার এই ইকোনমি মিলে থাকচে খিচুড়ি, ছোলা- বাটুরে, দোসা, লুচি- সবজি এবং আচারের মতো জিভে জল আনা অনবদ্য সব খাবারের সম্ভার। ভাবা যায়, এত সস্তায় মিলছে এত কিছু। এখানেই শেষ নয়, পাশাপাশি থাকবে মশলা ধোসা এবং লুচি তরকারিও।
রেলের তরফে জানা গেছে, IRCTC এর তরফে এই স্টল বসেছে ১০০টিরও বেশি রেল স্টেশনে। যেখানে এই স্টলগুলির সংখ্যা ১৫০ টি। তবে শুধু ২০ টাকারই নয়, এই স্টলগুলিতে পাওয়া যাবে ৫০ টাকার খাবারও। এই প্লেটেও থাকবে জিভে জল আনা বস খাবার-দাওয়ার। থাকছে রাজমা, রাইস, খিচুড়ি, ছোলা- কুলচা, মশলা ধোসার মতো লোভনীয় সব খাবার। পাশাপাশি খাবারের এই প্যাকেজের সঙ্গে ৩ টাকার বিনিময় মিলবে একটা জলের বোতলও। IRCTC-র এহেন উদ্যোগে বেজায় খুশি, সেই সঙ্গে সাধুবাদও জানিয়েছন যাত্রীরা।
বাংলা সিনেমায় একটা দুরন্ত ডায়লগ রয়েছে, “এক ছোবলেই ছবি”। অনেকটা সেই ধরণের বেশ কয়েকটি যুদ্ধাস্ত্র তৈরি করেছ ভারতের প্রতিরক্ষা গবেষণা...
Read more
Discussion about this post