বিজেপি নাকি ওয়াশিং মেশিন। দল বদলে বিজেপিতে গেলে সমস্ত অভিযোগ-দুর্নীতি ধুয়ে মুছে যায়। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে বিরোধীরা। এবার বিরোধীদের সেই অভিযোগকেই মান্যতা দিল মুম্বই পুলিশ। সম্প্রতি সুনেত্রা পওয়ারের বিরুদ্ধে ২৫ হাজার কোটি টাকার সমবায় দুর্নীতির অভিযোগ এনেছিল মুম্বই পুলিশ। সম্পর্কে সুনেত্রা অজিত পওয়ারের স্ত্রী। যে সময় শুনে তার বিরুদ্ধে অভিযোগ আসে সেই সময় অজিত ছিলেন বিরোধী শিবিরে। এই ঘটনার পরই কাকা শরদ পওয়ারের সঙ্গ ছেড়ে অজিত মহারাষ্ট্র সরকারে যোগ দেন। যার উপহারস্বরূপ পেয়েছিলেন উপ মুখ্যমন্ত্রীর পদ। সূত্রের খবর, এর পর পরই সংশ্লিষ্ট মামলা থেকে সুনেত্রা পাওয়ারকে রেহাই দিল মুম্বাই পুলিশ। আর এই পুরো ঘটনাটিকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। উল্লেখ্য, সুনেত্রা এবার বারামতি কেন্দ্র থেকে এনডিএ সমর্থিত প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন।ভোটের মুখে মুম্বই পুলিশ সুনেত্রাকে মামলা থেকে মুক্তি দেওয়ায় বিষয়টিকে হাতিয়ার করে ভোটের প্রচারে সরব হয়েছে এনসিপি শিবির।
Discussion about this post