রোদ বৃষ্টি ঝড় কে উপেক্ষা করেই রাস্তায় দিন কাটে তাদের।কারণ তারাই পথ চলতি মানুষের ভরসা।নানান প্রতিকূলতাকে সঙ্গে করেই নিজেদের কর্তব্যে অবিচল থাকেন তারা।যানবাহন নিয়ন্ত্রণ করা এবং পথ চলতি জনতার নিরাপত্তার দয়িত্বে ট্রাফিক পুলিশ।এই মুহূর্তে দেশজুড়ে গ্রীষ্মের তীব্র দাপট চলছে।এমন পরিস্থিতিতে বাইরে বেরোনোর আগে দশবার ভাবতে হচ্ছে।আবহাওয়া দফতর থেকে সতর্কতা জারি করা।বেশ কিছু জায়গায় লাল সতর্কতাও জারি করা হয়েছে।কিন্তু এত কিছু মাঝেও প্রখর রোদে দাঁড়িয়ে কাজ করেন ট্রাফিক পুলিশ কর্মীরা।এবার তাদের সুবিধার্থে এক অভিনব উদ্যোগ নিল গুজরাটের ভদোদরা সিটি ট্র্যাফিক বিভাগ।এসি হেলমেট ব্যবহার শুরু করল তারা।আর এই হেলমেটগুলি তৈরি করেছেন ভাদোদরা আইআইটির পড়ুয়ার।
সূত্র মারফত জানা গেছে, সাড়ে চারশো পুলিশকর্মীকে দেওয়া হয়েছে এই হেলমেট।বৃহস্পতিবার ভদোদরার তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৮ ডিগ্রি।দেশ জুড়ে তাপমাত্র উর্ধমুখী।এহেন পরিস্থিতিতে এই হেলমেট বেশ কার্যকরী। এই তাপপ্রবাহে দীর্ঘ সময় রোদে থাকা অত্যন্ত বিপজ্জনক।হিট স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।এই পরিস্থিতিতে ট্র্যাফিক পুলিশের জন্য এমন অভিনব উদ্যোগ প্রশংসনীয়।
এই হেলমেটের কাজ হল পরিধানকারীর শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা।এসি হেলমেট যেমন গরমে শরীর ঠান্ডা রাখবে তেমনই ধুলো ধোঁয়া থেকেও রক্ষা করবে।একটি অনন্য উপায়ে তৈরি করা হয়েছে হেলমেটের ডিজাইনগুলি।এই এসি হেলমেট গুলির মধ্যে রয়েছে ব্যাটারি।
একবার চার্জ দিলেই একটানা আট ঘন্টা চলবে এই হেলমেট।অন্যান্য রাইডিং হেলমেটের তুলনায় এটি সামান্য ভারী।
দিনেরবেলাঅসহ্য গরমের হাত থেকে ট্র্যাফিক পুলিসদের রক্ষা করবে এই হেলমেট।বিশেষ পদ্ধতিতে এই হেলমেট তৈরী করে কার্যত নজির গড়েছে আইআইটি পড়ুয়ারা।এই হেলমেটের দাম পড়বে গড়ে ১২০০০ থেকে ১৬০০০ টাকা।
Discussion about this post