সামনেই কালীপুজো, দীপাবলি। তারপর ভাইফোঁটা। এইদিন বাঙালির ঘরে ঘরে সাড়ম্বরে পালিত হয় ভাইয়েদের সঙ্গে নিয়ে উৎসব। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল ফোঁটা, যম দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হল অমর, আমার হাতে ফোঁটা পেয়ে ভাই হোক অমর। সিঁদুর, চন্দন, ফুল, মিষ্টি, সুপারি দিয়ে উৎসবের রীতি। রীতি রয়েছে, দিদি বা বোনেরা ভাই বা দাদার কপালে ফোঁটা দেয়। ভাই বা দাদার মঙ্গল কামনায় বোন বা দিদিরা ফোঁটা দেয় বলে কথিত রয়েছে। যাতে কোনও অশুভ শক্তি ভাইকে স্পর্শ করতে না পারে। এই উৎসব পালন সবাই করতে পারেন। ভাই, দাদার মঙ্গল কামনায় ঘরে ঘরে সেইদিন পালিত হয় ভাইফোঁটা। তবে এই বছর কবে পড়েছে ভাইফোঁটা জানেন?
মূলত আশ্বিন বা কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। আর এই বছর ভাইফোঁটা পড়েছে ৩রা নভেম্বর। দিনটি রবিবার। ভাইফোঁটার সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। অর্থাৎ ২ ঘন্টা ১১ মিনিট। অর্থাৎ ৩রা নভেম্বর দুপুর ১টা ১০ মিনিট থেকে ৩টে ২২ মিনিট পর্যন্ত। এইবারে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য মাত্র ২ ঘন্টা সময় পাবেন দিদিরা। তাই এইবার অত্যন্ত কম সময় পাওয়ার কারণে এরমধ্যেই সারতে হবে উৎসব। যাতে শুভ সময় না পেরোতে পারে।
Discussion about this post