আইপিএল লিগ টেবিলে আরসিবি সর্বশেষ স্থানে রয়েছে দশটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা ৬, অপরদিকে গুজারাট টাইটানস দশটি ম্যাচ খেলে পয়েন্ট সংখ্যা ৮। অংকের বিচারে দুটি দলেরই এখনো প্লে-আফে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্লে অফে যেতে গেলে তাদের এই ম্যাচ জিততেই হবে ।
গত রবিবার ২৪ বল বাকি থাকতে গুজরাট টাইটানসের ২০১রানের টার্গেট মাত্র এক উইকেটে হারিয়ে পেরিয়ে গিয়েছিল আরসিবি। সেদিনের ম্যাচে বিরাট ৭০ রান করেছিলেন এবং স্পিনারদের যথেচ্ছ পিটিয়ে ৬১রান তুলেছিলেন । বিরাটের সঙ্গী উইল জ্যাক্সে ব্যাট থেকে এসেছিল ৪১ বলে ১০০ রান নট আউট । শনিবার কিন্তু ফেভারিট হয়ে নামছে বেঙ্গালুরু। তবে মূল পর্বে যাওয়ার আশা দুটো দলেরই উজ্জ্বল হয়েছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচ হারায় । তবে শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে আরসিবি। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে তারা জয়ের হ্যাটট্রিকের সামনে । অন্যদিকে গুজরা টাইটান্সে ব্যর্থতার জন্য রশিদ খান, সাই কিশোর এবং নূর আমেদকে নিয়ে গড়া স্পিনবিভাগের বড় ভূমিকা রয়েছে । আজকের ম্যাচের আগে আরসি পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আর হারানোর কিছু নেই। তাই তারা ভয়ডরহীন ক্রিকেট খেলবে । এতদিন আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগেনি তবে এখন আমরা অনেক ভালো জায়গায় আছি। অপরদিকে গুজরাট দল থেকে জানানো হয়েছে, আমাদের স্পিন বিভাগ যথেষ্ট শক্তিশালী তারা সব দিন ব্যর্থ হতে পারে না। ভারতীয় দলে স্থান পায়নি সব শুভমান গিল । এবারে তার ফর্ম খুব ভালো নয়। এই ম্যাচে তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন ভালো রান করে ফর্ম ধরে রাখতে । বিরাট কোহলি জ্যাকস এবং ক্যামরন গ্রীন বিশ্বকাপ দলে রয়েছেন তাদের দেশের হয়ে । বিশ্বকাপের আগে এটাই শেষ টুর্নামেন্ট । প্রত্যেক খেলোয়ার বিশ্বকাপের আগে ফর্মে ফিরতে চায়, তাই আরসিবির প্লেয়ারদের মধ্যে সেই তাগিদ রয়েছে ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post