আইপিএল মানে রানের পাহাড়, আইপিএল মানে চার ছয়ের ফুলঝুরি। প্রথম বল থেকেই মারকাটারি ব্যাটিং । তবে এসবের মাঝে রয়েছে বোলারদের স্বর্গ আর ব্যাটসম্যানদের জন্য নরক । যা হাঁসের উপর বের হচ্ছে। হাঁসে আউট হওয়া মানে শূন্য রানে আউট যা সত্যিকারে খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে । আইপিএলের শূন্য রানে ররেকর্ড আছে অনেক নামকরা ব্যাটসম্যানদের। শুধু রান শূন্য করে সবার উপরে রয়েছে দীনেশ কার্তিক।
দীনেশ কার্তিক আইপিএলের সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন । এই উইকেট রক্ষক আইপিএলের ১৬ মরশুমখেলছেন এবং ১৭ বার শূন্য রান আউট হয়েছেন। ২. রোহিত শর্মা । আপনার কাছে অবাক হতে পারে তবে এটা সত্য যে তালিকায় তিনি দু’নম্বরে রয়েছেন। তার ১৬ বছরে রয়েছে ১৬ বার শূন্য রানের রেকর্ড ।
৩। সুনীল নারিন। এবারে আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছেন সুনীল নারিন। কিন্তু আইপিএলের ইতিহাসে তিনি রয়েছেন শূন্য রানের দিক থেকে তৃতীয় স্থানে ।এ পর্যন্ত আইপিএলে তিনি১৫ বার শূন্য রানে আউট হয়েছেন ।
: ৯ জন খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয় ।কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে...
Read more
Discussion about this post