: মালয়েশিয়ার তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে বারবার নাম কিনে এসেছেন টেলিকম টাইকুন আনন্দ কৃষ্ণান ।কিন্তু তাজ্জবের ব্যাপার হলো তাঁর ছেলে ওয়েন জান সিরিপানিয়ো তার বাবার ৪০ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি ও গ্ল্যামারাস জীবন প্রত্যাখ্যান করে বৌদ্ধ সন্ন্যাসী হয়েছেন এই ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। টেলিকম ব্যবসা ছাড়াও স্যাটেলাইট, মিডিয়া, তেল, গ্যাস এবং রিয়েল এস্টেট সেক্টরেও ছড়িয়ে আছে আনান কৃষ্ণান এর ব্যবসা। একসময় তিনি প্রাক্তন টেলিকম কোম্পানি এয়ারসেলের মালিক ছিলেন। এছাড়াও একসময় আইপিএল দল চেন্নাই সুপার কিংসের স্পন্সর ছিলেন আনন্দ কৃষ্ণন। অন্যদিকে ওয়েন জান সিরিপানিয়োর মা এম সুপ্রিন্দা চক্রবানের থাইল্যান্ডের রাজ পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে ।এই বিশাল সৌভাগ্যের উত্তরাধিকারী হওয়ার জন্য তৈরি হওয়া সত্ত্বেও সবকিছু ছেড়ে তিনি একটি বৌদ্ধবিহারের যোগদান করায় এবং সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৮ বছর বয়সী ওয়েন জান মামা বাড়ি গিয়েছিল থাইল্যান্ডে ।সেই সময় শুধুমাত্র একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য প্রথমে বৌদ্ধ বিহারে যোগদান করার এবং সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।কিন্তু এই অভিজ্ঞতা যে চিরকাল তার জীবনের সঙ্গে সারা জীবন জড়িয়ে থাকবে সেটা কোনদিনও বুঝতে পারেননি। বর্তমানে তিনি একজন সম্পূর্ণ বৌদ্ধ সন্ন্যাসী তে পরিণত হয়েছে হয়েছেন। নিজের বিলাসবহুল জীবন ছেড়ে ভেন আজান সিরিপানিও বনে একটি বৌদ্ধবিহারে ভিক্ষুর মতো জীবন যাপন করছেন। শৈশবে বৃটেনে শিক্ষালাভের সময় বিভিন্ন সংস্কৃতির জ্ঞান এবং জীবনের প্রতি স্বাধীন দৃষ্টিভঙ্গি তাকে বৌদ্ধ শিক্ষার প্রতি আকৃষ্ট করেছিল ।মোট আটটি ভাষা জানেন তিনি । সিরিপানিয়োর মতে এভাবেই তার জীবনের শান্তির খোঁজ পেয়েছেন।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post