:, জাতীয় দলের দীর্ঘদিন ব্রাত্য তিনি। আইপিএলে এবারে নিলামে কোন দল তাকে কেনেনি। নিজের রাজ্য দলের সুযোগ পাচ্ছেন না ।বারবার বিতর্কে জড়িয়েছেন ,পুলিশের মামলা পর্যন্ত হয়েছে তার বিরুদ্ধে। আইপিএল এর জায়গা না পেয়ে অবশেষে মুখ খুললেন দুঃখিত ভারতীয় ব্যাটার। সমাজ মাধ্যমে তাকে নিয়ে যে মশকরা হয় তাতে তিনি নিজে কতটা কষ্ট পান,সে কথা জানিয়েছেন পৃথ্বী। সমাজ মাধ্যমে তাকে নিয়ে যারা মশকরা করেন তাদের কাউকেই তিনি চেনেন না বেশিরভাগ মশকরা তিনি সহ্য করে নিলেও কখনো তার কষ্ট হয়। কিন্তু কাউকে কিছু বলতে পারেন না পৃথ্বী। ভারতীয় বাটার বলেন, ‘আমাকে নিয়ে মশকরা করলে বা মিম বানালে আমিও দেখি ।কিছু কিছু বিষয় খুব নিম্নরুচির হয়। আমারও তো কষ্ট হয়। ভাবি আমি কি ভুল করেছি ?কেন আমাকে নিয়ে এত মশকরা হচ্ছে ?কিন্তু আমি কাউকে বলতে পারি না। এর রাস্তায় কেউ আমাকে দেখলেই ভাবে আমি অনুসরণ না করে এখানে কি করছি তারা জানি না আমি সারাদিন কি করি সবকিছু ভেবে নেয়”। কয়েকদিন আগে পৃথিবী নাচের ভিডিও সমযোজ্যে ভাইরাল হয়েছিল ,সেই প্রসঙ্গে ভারতীয় ব্যাটার বলেন, “আমার জন্মদিন ছিল তাই পরিবারের সঙ্গে সময় কাটাছিলাম। তাতেও সকলের সমস্যা ।আমি শুধু ভাবি কীএমন ভুল আমি করলাম।”। জাতীয় দল থেকে বাদ পড়ার পরে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছিল পৃথ্বীর বিরুদ্ধে ।তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। ব্যাটেও রানও ছিল না। গতবার আইপিএল দিল্লির হয়ে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন ।তার মাঝে এক অভিনেত্রী পৃথ্বীর বিরুদ্ধে থানায় হেনস্থার অভিযোগক করেছিলেন। সেই ঘটনা নিয়েও কম বিতর্ক হয়নি। অবশেষে মুখ খুললেন পৃথ্বী।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post