২০২৫ এর মেগা অ্যাকশনের দ্বিতীয় দিনে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছিল ১৩ বছরের ক্রিকেটার বৈভাব সূর্যবংশী। ত্রিশ লক্ষ টাকা বেস প্রাইস থাকলে ১ কোটি ১০ টাকা বিনিময়ে তাকে তুলে নেয় রাজস্থান রয়েলস। বৈভব কে নিয়ে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে মূলত লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত বাজিমাত করে রাহুল দ্রাবিড়ের দল ।ছেলে কোটিপতি হওয়ার খবরে স্বভাবতই খুশি বৈভবের পরিবার। বাবা সঞ্জীব জানান, বিহারের ছোট্ট গ্রাম মতিপুর এর কাছে তাদের চাষের জমি ছিল যা তিনি তিন বছর আগে অর্থাৎ বৈভবের বয়স যখন ১০ তখন তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণের জন্য বিক্রি করে দেন। পুরনো দিনের কথা স্মরণ করতে গিয়ে সঞ্জীব বলেন, ‘আমার ছেলে কঠোর পরিশ্রম করেছে। সে আট বছর বয়সে অনূর্ধ্ব ১৬ স্তরে প্রথমবার ট্রায়াল দিয়েছিল ।আমি ওকে ক্রিকেট কোচিং এর জন্য সমস্তিপুরে দিয়ে আসতাম আবার নিয়ে আসতাম।’ হঠাৎ করেই বৈভবের খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় শ্রম আইন বৈভবের খেলা আটকে যাবে না তো? ভারতীয় শ্রমও আইনে বলা আছে যে ১৮ বছরের কম কোন মানুষকে দিয়ে কোন ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না। সম্প্রতি ইউরোপিয়ান কাপ খেলার সময় জার্মানির আইন অনুযায়ী স্পেনের খেলোয়াড় ইয়ামালকে কয়েকটি ম্যাচের সম্পূর্ণ খেলানো হয়নি । পরবর্তীকালে বিশেষ অনুমতি নিয়ে ইয়ামাল কে খেলানো হয়েছিল ।তবে ভারতবর্ষের আইনে এমন কিছু বলার নেই নাহলে শচীন টেন্ডুলকারকে টেস্ট খেলানো সম্ভব হতে না এত অল্প বয়সে । তাই বৈভবের আইপিএল খেলা নিয়ে কোন সংশয় নেই। আগামী দিনে বৈভবের খেলা দেখা থেকে বঞ্চিত হবে না ভারতীয় ক্রীড়াপ্রেমিরা
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post