আইপিএল নিলামের দ্বিতীয় দিনে কয়েকজন ভারতীয় খেলোয়ারকে নিয়ে নিলাম টেবিলের ঝড় ওঠে। তাদের মধ্যে অন্যতম ভুবনেশ্বর কুমার। ৩৩ বছরের উত্তর প্রদেশের জোরে বলার এক সময় ছিলেন ভারতীয় ক্রিকেটের সুইং কিং । ছোট আঘাতে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হতে পারেনি ।কোন অজানা কারণেই তিনি জাতীয় দলের ব্রাত্য হয়ে পড়েছিলেন ।শেষবার ভারতের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেট খেলেছিলেন ২০২২ সালে। এখন খেলেন ঘরোয়া ক্রিকেট ও আইপিএল ।ভুবনেশ্বর আই পি এল নিলামে চমকে দিলেন। তাঁকে ১০.৭৫ কোটি টাকায় কিনলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার বেস প্রাইস ছিল দু কোটি। মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জয়েন্টস ভুবিকে নিয়ে দীর্ঘ লড়াই চালিয়েছিল। তবে পরে ময়দানে নেমে কিস্তিমাত করে আরসিবি। ভুবনেশ্বর ২১ টি টেস্ট উইকেট পেয়েছেন৬৩টি । ১২১টি এক দিনের ম্যাচ খেলে ১৪১ উইকেট পেয়েছেন এবং ৮৭ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৯০ টি উইকেট পেয়েছেন। লাল বলে আগুন জ্বালিয়ে দিতে পারা বোলার কে ছয় বছর আগে শেষবার দেখা গিয়েছিল টেস্টে। আরসিবির হয়েই কিন্তু ভুবনেশ্বর তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিল২০০৯সালে । সিআরসিবি তাঁকে বিপুল টাকা দিয়ে নিল
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post