২০২৫ এর আইপিএলে ১৮২জন খেলোয়াড় কে কেনা হয়েছে ৬৩৯.১৫ কোটি টাকায়। অবিক্রিত থেকে গেছে ৩৯৫ জন ক্রিকেটার। ২০২৪ দুরন্ত ক্রিকেট খেলে ২০২৫ এ যে ক্রিকেটারদের দেখা যাবে না। জনি বেয়ার্স্টো: আইপিএলে ৫০ টি ম্যাচ খেলে জনি বেয়ার্স্টো রান ১৫৮৯ । ৩৪.৫৪ গড়ে তার স্ট্রাইক রেট ১৪৪ ৪৫। ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটসম্যান এবার আইপিএলের ব্রাত্য থেকে গেলেন ।যশ ডুল: ২০২১ সালে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের অধিনায়ক ছিলেন। ২০২২ এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই ক্রিকেটারকে এবারের আইপিএলে আর দেখা যাবে না। পৃথ্বী শ: ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ। আইপিএলে ৭৯ টা ম্যাচ খেলে তার মোট রান ১৮৯২। আইপিএলে তা রানের গড় ২৩. ৯৫ এবং স্ট্রাইক রেট ১৪৭.৪৭। আগামী আইপিএলে দেখা যাবে না এই প্রতিশ্রুতিবান ভারতীয় ব্যাটার কে। মুস্তাফিজুর রহমান: ২০১৬ সাল থেকে আইপিএলে অংশগ্রহণ করছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংস এর হয়ে গত দুটি সিজন খুবই ভালো বল করা সত্ত্বেও, এ বছর দেখা যাবে না এই বাংলাদেশি ফাস্ট বোলার কে। ৫৭ টি ম্যাচে ৬১ টি উইকেট পেয়েছেন তিনি। তার ইকোনমি রেট ৮.১৪। আলজারি জোসেফ: ২০১৯ এ প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে এসেই চমক দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার আলজারি জোসেফ। আইপিএলে ২২ টি ম্যাচে ২১ উইকেট পাওয়া এই পেস বোলারকে আগামী বছর আর খেলতে দেখা যাবে না । ডেভিড ওয়ার্নার: ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে আইপিএল জয়লাভ করেছিল। সম্প্রতি অস্ট্রেলিয়া দল থেকে অবসর গ্রহণ করেছেন। আইপিএলে ১৮৪ টি ম্যাচ খেলে তার রান ৬৫৬৫ যায় একটি রেকর্ড। এবং তার রানের ঘর ৪০.৫২ এবং স্ট্রাইক রেট ১৩৯.৭৭ । আগামী বছর দেখা যাবে না এই বিধ্বংসী ব্যাটারকে। শার্দুল ঠাকুর: ২০১৪ সালে পাঞ্জাব কিংস ইলেভেনের হয়ে আইপিএল খেলা শুরু করেছিলেন। ভারতীয় দলের হয়েও সবকটি ফর্ম্যাটে খেলেছেন। ৯৫ টি আইপিএল ম্যাচ খেলে ৯৪ উইকেট পাওয়া এই বোলারে ইকোনমি রেট ছিল ৯.২৩। দেওয়াল্ড ব্রেভিস: ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি করে সাড়া ফেলে দেওয়া এই ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা শুরু করেন ২০২২ সালে। আইপিএলের ১০ টি ম্যাচ খেলে 230 রান করেন তার গড় ২৩ স্ট্রাইক রেট ১৩৩ .৭২ । সিকান্দার রাজা: পাকিস্তান বংশোদ্ভুত জিম্বাবুয়ের এই ক্রিকেটার পাঞ্জাব কিংস ইলেভেনের হয়ে ২০২৩-এ আইপিএল অভিযান শুরু করেন। প্রথম জিম্বাবুয়ের খেলোয়াড় হিসেবে তিনি আইপিএলে অর্ধশতরান করেন। আইপিএলের ৯টি ম্যাচে ১৮২ রান এবং ৩টি উইকেট দখল করেন তিনি। খেলবে না পীযূষ চাওলা: ২০০৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএলে অভিষেক ঘটেছিল পিযূষ চাওলার। গত আইপিএল পর্যন্ত ১৮৫ টা ম্যাচে ১৯২ টি উইকেট দখল করেন। আগামী বছর আর দেখা যাবে না এই ভারতীয় স্পনার কে। মায়াঙ্ক আগারওয়াল: ২০১১ সাল থেকে আইপিএল খেলা শুরু করে। ১২৭ টি ম্যাচ খেলে নায়ক আগরওয়াল ২৬৬১ রান করেছেন আগামী বছর আইপিএলে আর দেখা যাবে না এই ভারতীয় ওপেনারকে।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post