রাজ্যে ভরা শীতের মরসুমে বাঁধা। আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উপকূলের চার জেলায়। শীতের আমেজে কাঁটা। গতকাল থেকেই বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে এই তাপমাত্রা বৃদ্ধি খুবই সাময়িক। ডিসেম্বরের শুরু থেকেই আবহাওয়া বদলাবে বঙ্গে, ৬ তারিখ থেকে ফের পারদ পতন হবে। ৯ ডিসেম্বর থেকে পশ্চিমের জেলায় জাঁকিয়ে শীত পড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
আবহাওয়ার শেষ রিপোর্ট অনুযায়ী, সমুদ্র পৃষ্ঠে শেষ পর্যন্ত গত ৭ ঘণ্টায় শক্তি বাড়াল গভীর নিম্নচাপটি । সৃষ্টি হল ফেনজল নামের ঘূর্ণিঝড়। আজই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়। পুদুচেরী উপকূলে ল্যান্ডফল। আনুমানিক বেলা ১২ টা থেকে ২ টোর মধ্যে যে কোনও সময়ে স্থলভাগে আছড়ে পড়বে ফেনজল, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ কিলোমিটার।
আজ বিকেল পর্যন্ত উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের। শ্রীলংকা ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে সাময়িক উধাও শীত আমেজ । তাপমাত্রা বাড়লো বেশ কিছুটা। ইতিমধ্যেই জলীয় বাষ্প পূর্ণ পশ্চিমী হওয়া বইছে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘন্টায় একই থাকবে তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জেলাগুলিতে ফিরবে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলাতে। আজ থেকে বৃষ্টি উপকূলে। উপকূলের চার জেলাতে সোমবার পর্যন্ত বৃষ্টি। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে আজ বৃষ্টির সম্ভবনা। সারাদিন মেঘলা আকাশ।
আজ উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
কলকাতাতেও তাপমাত্রার পারদ উর্ধমুখী। সারাদিন মেঘলা আকাশ। আজ এবং কাল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। ডিসেম্বরের ৯ তারিখ থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে মহানগরীতে।
কলকাতার ৪ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। গতকাল রাতের তাপমাত্রা ২২.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ থেকে বেড়ে ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৯১ শতাংশ।
Discussion about this post