আইপিএলে সেরা মাঠ হবার লড়াইয়ে প্রবল ভাবে ঢুকে পড়ল ইডেন । তিন বার সেরা হওয়ার পর এবার ৪ নম্বর মুকুট মাথায় তোলার চ্যালেঞ্জ। । বৃষ্টির মেঘ কেটে গিয়েছে ,ভরা গ্যালারিতে মাঝ রাতেও চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। শনিবারের ম্যাচে শাহরুখ খান আসেননি। এলে দেখতেন প্রবল বৃষ্টি সামলে কিভাবে ম্যাচ শুরু করার ম্যাজিক জানে ইডেন। কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ার আলাদা করে অভিনন্দন জানিয়ে যান ইডেনের পিচ কিউবেটর সুজন মুখোপাধ্যায় কে । সোশ্যাল মিডিয়াতে বলেন ,মাঠকর্মীদের জন্য জয়ধ্বনি দিন ।
ওদের জন্যই এত বৃষ্টির পরেও ম্যাচ সম্ভব হল। এমনকি বৃষ্টি যখন পড়ছিল তখন ওর ড্রেসিং রুমের বারান্দায় দাঁড়িয়ে রোহিত শর্মা নিশ্চিত ছিলেন ম্যাচ হবেই তিনি এখানে থাকা ব্যক্তিদের এমনও বলেছেন, বিশ্বকাপে এরচেয়েও বেশি বৃষ্টির পরে ম্যাচ হয়েছে ইডেনে। এই সবকিছুকেই প্রেরণা হিসেবে নিচ্ছেন পিচ কিউরেটর ।সুজনের কথায়, শুধু ইডেন নয় কল্যাণী এবং সল্টলেক এর যাদবপুর ক্যাম্পাস থেকে ও মাঠ কর্মীদেরএনে রেখেছিলাম।
তিনদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল। মাঠ ঢেকে রেখেছিলাম প্রথম দিন থেকেই ।আমার সঙ্গে কাজ করতে করতে ওরা জেনে গিয়েছে কি করতে হবে। ইডেনের উইকেটে এবার আইপিএলে প্রচুর রান উঠেছে। গ্যালারি ফাঁকা থাকেনি কোন ম্যাচে। সে কারণে এবার সেরা মাঠের পুরস্কারের ব্যাপারে যথেষ্ট আশাবাদী সুজন। একই সুর শোনা গেল সিএবি প্রেসিডেন্ট স্নেহাসিস গঙ্গোপাধ্যায়ের কথা থেকে। বলেছিলেন , ইডেনএখন বৃষ্টিকে ভয় পায় না ।আমি সারাক্ষণ মাঠেই দাঁড়িয়ে ছিলাম ।দেখেছি কি পরিশ্রম করেছে মাঠ কর্মীরা। আইপিএলের পরে আমরা প্রতিবারই বোনাস দিই। এবারও দেবো। যদি আবার একবার সেরা মাঠের পুরস্কার পাই ইডেন তবে সেই অর্থের একটা অংশ মাঠকর্মীদের দেওয়া হবে অবশ্যই।
Discussion about this post