গতবারের দুই ফাইনালিস্ট গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে আমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে। গত বছরের দুই ফাইনালিস্ট কিন্তু এবারে মূল পর্বে যেতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে । আজ হারলে ই শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট এর এ বছরের মত আইপিএলের স্বপ্ন শেষ হয়ে যাবে । ১১টি ম্যাচ খেলেই তাদের সংগ্রহ ৮ পয়েন্ট ।লীগ টেবিল এখন সবার নিচে গুজরাট। চেন্নাই এর যাওয়ার সম্ভাবনা ১০০ ভাগ এ কথা বলা যায় না। ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১২ এখনো অনেক যদি কিন্তু র উপর নির্ভর করছে তাদের প্লে- অফে খেলা । আজ হারলে চেন্নাই এর সেই সম্ভাবনাও আরো ক্ষীণ হবে ।
শেষ দু মরশুম একবার চ্যাম্পিয়ন ও অন্যবার রানার্স হয়েছিল গুজরাট ,কিন্তু চলতি মরশুমে একেবারেই ভালো যাচ্ছে না । গুজরাটের আশঙ্কার কথা অধিনায়ক শুভমান গিলের ব্যাটে রান নেই। নেতৃত্বের অতিরিক্ত বোঝার জন্যই বোধহয় প্রভাবিত হচ্ছে তার ব্যাটিং । ম্যাচের আগের দিন ব্যাটিং কোচ কার্স্টেন বলেন ,আমার মতে গিল নেতৃত্ব উপভোগ করছে। সময় সঙ্গে সঙ্গে ও আরো পরিণত হয়ে উঠবে । তিনি আরো বলেন, শুভমানের দক্ষতা নিয়ে আমাদের মনে কোন সংশয় নেই। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে ও আরো ভালো খেলবে । চেন্নাই শিবিরের মেজাজ ফুরফুরে ।কয়েকদিন আগে ১০৩ বছরের এক ভক্তকে সই করা টি-শার্ট দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ।
শুক্রবার এক ভক্ত তাকে নিজের হাতে আঁকা ছবি উপহার দেয়। এই ছবিতে সই করাই শুধু নয় ,তার সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন মাহি। আজ যদি চেন্নাই হারে তাহলে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির আয়ু যেন একটু কমবে। আগামী বছর ধোনি আইপিএল খেলবেন কি খেলবেন না তা নিয়ে এখনো দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল। অবশ্য আজ সবরমতি র তীরে ধোনী কে খেলতে দেখা যাবে কিনা তা নিয়েও রয়েছে প্রবল জল্পনা। আগের ম্যাচে ৯ নম্বরে নেমে শূন্য রানে আউট হন ধোনী। তার চোট রয়েছে বলেও জানাচ্ছে কোন কোন সূত্র ।এসবের মধ্যে আবার ধোনির রহস্য জিইয়ে রাখলেন সিএসকে কোচ ফ্লেমিং ।সোজা কথা সকলেই নজরে সেই ধোনি ।
Discussion about this post