তিন বছর আইএসএল খেলছে ইস্টবেঙ্গল ।কিন্তু আগের বছরগুলিতে সেভাবে সাফল্য পায়নি। ২০২৩-২৪ মরশুমের শুরুতেই ডুরান্ড কাপের প্রথম খেলায় মোহনবাগানকে হারিয়ে দিয়ে চমক দিয়েছিল ইস্টবেঙ্গল । যদিও ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের কাছে হেরে ইস্টবেঙ্গল রানার্স হয় ।কিন্তু এরকম একটা দল নিয়ে ফাইনালে ওঠা যথেষ্ট কৃতিত্বের ছিল । কার্লস কুয়াদ্রত এর কোচিং এ সম্পূর্ণ পাল্টে যাওয়া ইস্টবেঙ্গল কে দেখতে পাই আমরা ।
এরপর সুপার কাপ চ্যাম্পিয়ন হয় আইএসএল এর সব সেরা দলদের হারিয়ে। আগামী মরশুমে এ এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর অর্জন পর্বে খেলতে চলেছে ইস্টবেঙ্গল । ইতিমধ্যে বিভিন্ন ফুটবলারকে দলে নেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। বাকিটাও ১৫ ই জুনের মধ্যে হয়ে যাবে বলে বৃহস্পতিবার জানালেন লালহুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার। এদিন লগ্মি কারী সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল হলুদ কর্তারা ঘন্টা দুয়েক আলোচনার শেষে দুপক্ষেরই মত ,বাজেটের কথা না ভেবে তারা শক্তিশালী দল গঠনের উপর মনোযোগী হতে চান সেই জন্য সমস্ত রকম আশ্বাস দেয়া হয়েছে লগ্নিকারী সংস্থার তরফে ।
স্পনসররা আশ্বাস দিয়েছেন, একটি শক্তিশালী স্কোয়াড একত্রিত করার জন্য বাজেট বাড়ানো হবে । বিদেশি নিয়োগ এর ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ।এছাড়াও সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে প্রাক মরশুম প্রস্তুতি কলকাতায় অনুষ্ঠিত হবে । কোচ কার্স কুয়াদরাত খেলোয়াড় নির্বাচনে এবং দল গঠনের বিষয়ে তার ইনপুট দিয়েছেন । লাল হলুদ ভক্তদের হতাশার তিন মরশুমের পর কুয়ারদ্রাত সুপার কাপ এ দলকে জয়ের পথ দেখিয়ে হাসি ফিরিয়ে আনেন । যদিও বারটি দলের মধ্যে আইএসএলে খেলে ইস্টবেঙ্গল নবম স্থান পেয়েছে। আইএসএল এ দল এ বছর যথেষ্টই ভালো খেলেছে। কর্মকর্তারা ইতিমধ্যেই দুজন উইং ব্যাক একজন মিডফিল্ডার এবং একজন ডিফেন্ডার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন । বৈঠক শেষে দেবব্রত সরকার বলেন, আমরা একটা শক্তিশালী দল করতে চাই এবং আমরা ইমামীর কাছ থেকে আশ্বাস পেয়েছি । কয়েকজন খেলোয়ারের সঙ্গে কথা বলছি আশা করছি এ মাসের শেষের দিকে আমার নাম প্রকাশ করতে পারবো।
মাহি তালাল, ডেভিড লালহানসাজ্ঞা, দেব জিৎ মজুমদার, প্রভাত লাকড়া জোথানপুইয়া ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে । এর বাইরে কোন ফুটবলারদের তারা নিতে চান ? এই প্রশ্নের উত্তরে নাম না বললেও শতাব্দীপ্রাচীন ক্লাবের লক্ষ্য একজন ভারতের মিডফিল্ডার একজন সাইড ব্যাক ও সেন্ট্রাল মিডফিল্ডার । ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা বলেছেন, কোচের পরামর্শই ফুটবলারদের নেওয়া চলছে। ১৫ই জুনের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে।
Discussion about this post