সন্দেশখালিতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ। শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত। ভুয়ো ভিডিওর কারণে এলাকা অশান্ত হয়ে উঠছে বলে দাবি করে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদনও করলেন তাঁরা।সোমবার মামলার পরবর্তী শুনানি। আবেদনকারীর অভিযোগ, তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এর ফলে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন আবেদনকারী।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি স্টিং অপারেশন। যা সন্দেশখালির ঘটনা আদৌ সত্য কিনা তা প্রশ্নের মুখে এসেছে। ওই ভিডিওতে স্থানীয় এক বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির ‘ধর্ষণের অভিযোগ সাজানো’। পুরো ঘটনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনামাফিক। ‘খালি হাতে নয়’, টাকা-মদের বিনিময়ে এই সমস্ত কাণ্ড ঘটানো হয়েছে বলেও ভিডিও-তে দাবি করেছেন তিনি। ২০০০ টাকার বিনিময় সাদা কাগজে সই করিয়ে FIR করানো হয়েছে সন্দেশখালির মহিলাদের দিয়ে। এই ভিডিওকেই হাতিয়ার করেছে শাসকদল। এবার সেই ষ্টিং ভিডিও ভুয়ো বলে দাবি করে মামলা করলেন বিজেপি নেতা। পরবর্তী শুনানি সোমবার।
Discussion about this post