হায়দ্রাবাদের ম্যাচের শেষে কে এল রাহুল কে ভর্ৎসনা করা নিয়ে বিতর্ক এখনো থামেনি । কলকাতার ঐ শিল্পপতির উদ্দেশ্যে দেশের প্রাক্তনদের একটা অংশ রীতিমত তোপ দাগছেন । এবার সেই ঘটনায় বীরেন্দ্র সেহবাগ সোজাসুজি প্রশ্ন তুললেন। বিশ্বের নামী একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বীরেন্দ্র সেহবাগ জানিয়েছেন ,আমি জানিনা মিস্টার গোয়েঙ্কা সেদিন এত রেগে গেলেন কেন? কিসের জন্য তার এত রাগ? উনি তো এখনই আইপিএল থেকে ৪০০ কোটি টাকা লাভ করেছেন । তারপরে কে এল রাহুল কে প্রকাশ্যে বকতে গেলেন কেন? সেহবাগ আরো বলেছেন ,কোন বিষয় নিয়ে সমস্যা থাকলে সেটি ড্রেসিংরুমে দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলা উচিত।
তিনি তা না করে মাঠের মধ্যে একাধিক ক্যামেরার সামনে রাহুলের মতো নিরীহ ক্রিকেটারকে কাঠগোড়ায় তুলতে গেলেন কেন ? সত্যি কথা বলতে আমার ঘটনাটা ভালো লাগেনি ।আর দলের মালিককে সবসময় বিনয়ী হওয়া উচিত। তাদের উদ্দীপ্ত করার একটা চেষ্টা থাকা উচিত। তাতে দলের সবাই নিজের সেরাটা দেওয়ার জন্য প্রাণপাত করবে ।তারা যদি বাজে পারফরমেন্স করেন তাহলে তাদের মধ্যে থেকে যাতে অনুশোচনা আসে ।কিন্তু তিনি একেবারেই উল্টো পথে হাঁটলেন। এর আগে মোহাম্মদ শামি এবং গৌতম গম্ভীর এ বিষয়ে মুখ খুলেছিলেন । শামি তো উত্তেজিত হয়ে বলেছিলেন, কলকাতা সাহেবের লজ্জা হওয়া উচিত। এভাবে দেশের একজন নামি ক্রিকেটারকে অপমান করা যায় না এটা ওঁর জানা উচিত ছিল ।
গম্ভীর সরাসরি কিছু না বললেও কেকেআরের মালিক শাহরুখ খানের প্রশংসা করেছিলেন ।কলকাতা দলের মেন্টর জানান শাহরুখ মালিক হিসেবে সবার থেকে সেরা ।তিনি ক্রিকেটারদের সঙ্গে বন্ধুর মতো মিশে যান এবংভালো খেলাটি বের করে আনতে জানেন। বীরেন্দ্র সেহবাগ আরো একধাপ এগিয়ে ওই ওয়েবসাইটে বলেছেন, কোন ক্রিকেটারকে অপমান করলে তিনি পরের বার দল ছেড়ে দেবেন । কিন্তু মালিক এক জায়গাতেই থেকে যাবেন ।দলে একজন ক্রিকেটারকে হারানো মানে তারই বড় হার ।ক্রিকেটারদের তাতে কিছু আসে যায় না।
Discussion about this post