আজ মরশুমের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং মুম্বাই এফসি । ১৯ দিন আগে যুবভারতীর মাঠে মুম্বাই এফসি-কে হারিয়ে মোহনবাগান আইএসএল শীল্ড জয় করেছিল । আজ মুম্বাই এফসির বদলা নেওয়া লড়াই ।
১৯৭৭ সালে মোহনবাগানের সাথে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিল ফুটবল সম্রাট পেলে সমৃদ্ধ কসমস ক্লাব । সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে সেই ম্যাচে মোহনবাগান ড্র করেছিল। তার কদিন পরেই ছিল শীল্ড ফাইনাল। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কাছে হারার পর শীল্ড ফাইনাল ছিল মোহনবাগানের বদলার লড়াই । শ্যাম থাপার দুর্দান্ত গোলে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে শীল্ড জয় করেছিল । এরপর মোহনবাগান পরপর রোভার্স কাপ এবং ডুরান্ড কাপ জয় করে প্রথম ভারতীয় দল হিসেবে ত্রি মুকুট জয় করে। ৪৭ বছর পরে মোহনবাগান আবার ত্রিমুকুট জয়ের সামনে দাঁড়িয়ে। ইতিমধ্যে মোহনবাগান ডুরান্ড কাপ জয় করেছে এবং আইএসএল লিগ শীল্ড জয় করেছে। আজ মুম্বাই এফসি কে হারিয়ে আইএসএল কাপ জয় করতে পারলেই মোহনবাগান আবার ত্রিমুকুট জয়ের স্বাদ পাবে । মোহনবাগানের আজকের জয়ের বাধা হয়ে উঠতে পারে মিজোরামের ,২৬বছর বয়সী ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাংতে । এ বছর দুরন্ত ছন্দে রয়েছেন তিনি । পরপর দুটো আইএসএলে ভারতীয়দের মধ্যে তিনি ১০ গোল করে নজির করেছেন গতকাল প্রেস মিটে ছাংতের প্রসঙ্গ উঠতেই মোহনবাগানকে কোচ হাবাসের কপালে চিন্তার ভাঁজ।
হাবাস বলেন, ‘ছাংতে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ফুটবলার’। ছাংতে যদি মুম্বাইয়ের তুরুপের তাস হন তাহলে মোহনবাগানের বড় ভরসা অবশ্যই দিমিত্রি । গোল করা এবং গোল করানো দু দিক থেকেই তার কৃতিত্ব দেখিয়েছেন । মুম্বাই ক্যাপ্টেন রাহুল ভাইকে বলেন ,”এই মরশুমে তিনবার মোহন বাগানের বিরুদ্ধে খেলে ফেলেছি তাই জানি দিমিত্রিদের শক্তি, ওদের বিরুদ্ধে ম্যাচের ক্লিনসিট রাখাই লক্ষ্য। দলগত সংহতি মোহনবাগানের প্রধান শক্তি। যুবভারতীতে এক মশুমে তিনটে ট্রফি হাতে ধরার নজির আগে কখনোই নেই। তাই মুম্বাইকে হারাতে পারলে শুধু শুভাশিসরা নয় যুবভারতী ও ঠাঁই পাবে একনয়া ইতিহাসে। এই ম্যাচ ঘিরে লক্ষ লক্ষ ফুটবলপ্রেমীর যে উন্মাদনা তৈরি হয়েছে তা সাম্প্রতিককালের সব ফুটবল ম্যাচের উত্তাপকে ছাপিয়ে যাচ্ছে। ৬০ হাজারের বেশি দর্শক মাঠে থাকবে । মুম্বাই কোচ পিটার ক্র্যাটকি বলেন, হাইয়েস্ট দর্শকদের সামনে বেস্ট ফুটবল খেলাটাই আমাদের লক্ষ্য।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post