ইতিমধ্যেই আইপিএলএ নিজের জায়গা পাকা করেছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস ও প্রায় পৌঁছে গেছে প্লে অফে। এখন বাকি কোন কোন দল প্লে অফে পৌঁছাতে পারে, কাদের সম্ভাবনা কতটা দেখে নেওয়া যাক । কলকাতা রাজস্থান ছাড়া বাকি দুটি জায়গার জন্য লড়াইয়া রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ,চেন্নাই সুপার কিংস ,দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জয়েন্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।। কাদের পরিস্থিতি কেমন সেটাই দেখে নেওয়া যাক। সানরাইজার্স হায়দ্রাবাদ : ১২টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে এখনো পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ। লীগের বাকি দুটি ম্যাচ জিতলে পৌঁছে যাবে১৮ পয়েন্টে। সহজেই চলে যাবে প্লে অফে তখন। একটি ম্যাচ জিতলে হায়দ্রাবাদের পয়েন্ট হবে ১৬ ।সেক্ষেত্রে প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ চেন্নাই, দিল্লি ও লক্ষ্নৌ সর্বোচ্চ ১৬ পয়েন্টে পৌঁছাতে পারে ।কিন্তু নেট রান রেটে অনেকটাই ভালো জায়গায় রয়েছে হায়দ্রাবাদ। চেন্নাই সুপার কিংস,: ১৩টি ম্যাচ খেলে ১৪ পয়েন্টে রয়েছে চেন্নাই সুপার কিংস। লিগ পর্বে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেতে পারে চেন্নাই। বাকি ম্যাচটি জিতলে পয়েন্ট এবং রান রেটে দিল্লি এবং লখনৌয়ের আগে শেষ করবে চেন্নাই। শেষ ম্যাচটি না জিতলেও চেন্নাইয়ের সুযোগ থাকবে কারণ দিল্লি এবং লখনৌ এর মধ্যে একটি দল হারবেই। ফলে অন্তত একটি দল পয়েন্ট এবং তাদের টপকে যেতে পারবে না। । দিল্লি ক্যাপিটালস: ১৩টি ম্যাচ খেলে ১২ পয়েন্টে রয়েছে পন্থের দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচটি জিতলে ১৪ পয়েন্টে পৌঁছাতে পারে তারা। তবে চেন্নাই শেষ ম্যাচ হারলে সুবিধা হবে পন্থদের । পয়েন্ট সমান হওয়ার সুযোগ থাকলেও রান রেটে খানিকটা পিছিয়ে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় দল । শেষ ম্যাচটি হারলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না দিল্লির। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: পঞ্চম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। শেষ ম্যাচটি জিতলেও শেষ চারে যাওয়া সম্ভাবনা খুবই কম তারপরে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। ১৪ পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ নেই । এখন প্লে অফে ওঠার জন্য তাদের অনেক অংকের দিকে, তাকিয়ে থাকতে হবে ।তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় পরাজয়ের উপর। লখনৌ সুপার জয়েন্টসঃ-লোকেশ রাহুলদের পরিস্থিতি ও দিল্লির মতো শেষ ম্যাচটি জিতলেও তাদের তাকিয়ে থাকতে অন্য দলের দিকে। সেক্ষেত্রে দিল্লির বিরুদ্ধে জিততে পারলে সম্ভাবনা বেশি থাকবে ।তবে শেষ ম্যাচ হারলে এবারের আইপিএলে প্লে অফে খেলার স্বপ্ন ত্যাগ করতে হবে রাহুলদের ।
: সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টে আয়োজনের রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন' নতিস্বীকারে' খুব একটা খুশি নয়...
Read more
Discussion about this post