আগামী জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল করতে গিয়ে নির্বাচনের যে জিনিসটার ওপর বিশেষ জোর দিলেন তা হল অভিজ্ঞতা। যে ১৫ জনের দল গড়া হলো সেখানে অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হল। আমেরিকার যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্লো টার্নর পিচের কথা মাথায় রেখে চারজন স্পিনারকে দলে রাখা হয়েছে । পেস বোলার রাখা হয়েছে তিনজনকে । মারাত্মক দুর্ঘটনা থেকে ফিরে এসে অসাধারণ পারফরম্যান্স করে দলের স্থান পেয়েছে ঋষভ পন্থ ।
প্রত্যাশা মতই দল করলেন ভারতীয় নির্বাচকরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য । বিশ্বকাপ শুরু হচ্ছে ২রা জুন ।ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ই জুন । প্রথমে আসা যাক ভারতীয় দলের ওপেনারদের নিয়ে। ওপেনার হিসেবে দলের স্থান পেয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল । আইপিএলের শুরুর দিকে যশস্বী সেভাবে ফর্মে না থাকলেও আস্তে আস্তে ফর্মে ফিরছে, একটি শত রান করেছে । রোহিত শর্মা দলের অধিনায়ক । আইপিএলে খুব ভালো ফর্মে না থাকলেও রোহিত শর্মা বড় ম্যাচ প্লেয়ার । তার হাতে আছে বড় বড় শট । যেকোনও ম্যাচেই তিনি ঘুরে দাঁড়াতে পারেন । এরপর মিডিল অর্ডার ব্যাটসম্যান । মিডিল অর্ডারে যারা আছেন তারা হলেন সূর্য কুমার যাদব, বিরাট কোহলি , শিবম দুবে, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসাং । এবারের আইপিএলে খুব ভালো ফর্মে না থাকলেও সূর্য কুমার যাদব সবসময়ই বিস্ফোরক ব্যাটসম্যান । টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান । তার অন্তর্ভুক্তি নিয়ে কোন কথা হবে না । বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন আইপিএলে ।
সেঞ্চুরি করেছেন ,স্ট্রাইক রেট ও যথেষ্ট বেড়েছে । গত বেশ কয়েক বছর ধরে খুব ভালো ফর্মে রয়েছেন শিবম দুবে । ইতিমধ্যেই আইপিএলের 99 টি ছয় মেরেছেন শিবম । বিধ্বংসী এই ব্যাটসম্যান , বল ও করতে পারেন । এরপর ২ উইকেট রক্ষক। দুজনেই ব্যাটিং পারদর্শী, অত বড় দুর্ঘটনা থেকে ফিরে এসেছে ঋষভ পন্থ । আইপিএলের দুর্দান্ত ব্যাটিং এবং উইকেট কিপিং করছেন তিনি।
রাজস্থান রয়্যাল ক্যাপ্টেন সঞ্জু সামসং খুব ভালো ফর্মে রয়েছে আইপিএলে । ব্যাটিংয়ে তার স্ট্রাইকরেট যথেষ্ট ভালো কাজেই বিকল্প উইকেট কিপার হিসেবে সঞ্জুর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে। যে তিনজন পেশার ভারতীয় দলের স্থান পেয়েছেন তারা হচ্ছেন যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং ।
আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে বুমরা । পৃথিবীর সেরা ফাস্ট বোলার বলা হয় তাঁকে । যে কোন ম্যাচের রং তিনি একাই বদলে দিতে পারেন । মোঃ সিরাজ এবং অর্শদীপ সিং আইপিএলে খুব ভালো ফর্মে না থাকলেও মূলত তাদের অভিজ্ঞতার উপরে জোর দিয়েছেন নির্বাচকরা । স্পিনার হিসেবে যারা দলে এসেছেন তারা হলেন রবীন্দ্র জাদেজা ,অক্ষর প্যাটেল কুলদীপ যাদব এবং যজুবেন্দ্র চাহাল। আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেট স্পিনার সহায়ক , তাই চার জন স্পিন বোলারকে নেওয়া হয়েছে দলে । জাদেজা এবং অক্ষর প্যাটেল বোলিংয়ের সাথে সাথে ব্যাটিং টা খুব ভালো করেন । সে দিক থেকে ভারতীয় ব্যাটিং লাইন আপ যথেষ্টই শক্তিশালী।
Discussion about this post