ঝমঝমিয়ে বৃষ্টি ,সঙ্গে প্রবল বজ্রপাত। ঝুঁকি এড়াতে আমাদাবাদ স্টেডিয়ামের ফ্লাডলাইট ও বন্ধ করে দিতে হয়েছিল ।সেই বৃষ্টি টানা চলল রাত পর্যন্ত। ফলে ,সবরকম প্রস্তুতি থাকলেও শুরু করা গেল না কেকেআর বনাম গুজরাটের ম্যাচ। শেষ পর্যন্ত রাত সাড়ে দশটা নাগাদ ম্যাচ বাতিল ঘোষণা করে দুই টিমকেই এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হল। এতে অবশ্য লাভ হল শ্রেয়াস আইয়ারদের ।১৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের প্রথম দুই টিমের মধ্যে থাকা নিশ্চিত হয়ে গেল কেকেআরের । অন্যদিকে অংকের বিচারের টিম টিম করে প্লে অফের যে সম্ভাবনা গুজরাটের ছিল তা নিভে গেল এই রাতে ।শনিবার মুম্বাইকে উড়িয়ে কেকেআর এর প্লে অফ চূড়ান্ত হয়ে গিয়েছিল ।
গুজরাটের বিরুদ্ধে তারপরে গুরুত্বপূর্ণ ছিল প্রথম দুইয়ে থাকার জন্য । কেকেআর ম্যাচটাকে মোটেই হালকাভাবে নেয়নি। পুরো প্রস্তুতি নিয়ে নামলেও বৃষ্টি সব শেষ করে দিল। ইডেনেও ম্যাচের আগে তুমুল বৃষ্টি হয়েছিল কিন্তু রাত আটটা নাগাদবৃষ্টি থেমে যায় ফলে এক ঘন্টার মধ্যে ম্যাচ শুরু করে দেওয়া হয়েছিল,আমাদাবাদ সেই সুযোগ পেল না। তাছাড়া আউটফিল্ডে জল জমে গিয়েছিল প্রচুর। বৃষ্টি থামলেও ম্যাচ কতক্ষণে শুরু করা যেত তা নিয়ে প্রশ্ন থাকছে । ইডেনের মতো পুরো মাঠ ঢাকবার ব্যবস্থা আমাদাবাদে ছিল না ।ওয়ানডে বিশ্বকাপের সময় গ্যালারির ছাদ থেকে জল পড়া নিয়ে বিতর্ক হয়েছিল আমেদাবাদে নরেন্দ্র মোদির নামাঙ্কিত স্টেডিয়ামে । এই দিন অবশ্য বৃষ্টি না থামলে কিছুই করার ছিল না। সঙ্গে বাজও পড়ছিল সেটাও খেলার পক্ষে বড় ঝুঁকির। বৃষ্টি যে হবে সেই পূর্বাভাস আগেই ছিল ।তার পরেও দর্শকরা গ্যালারিতে শেষ পর্যন্ত বসেও ছিলেন ।। আইপিএলের নিয়মে ৫ ওভারের ম্যাচও হতে পারে। সেই আশাতেই বসেছিল সমর্থকরা। কিন্তু মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হল তাদের। এবার আইপিএলে প্রথম বৃষ্টির কারণে কোন ম্যাচ বাতিল করতে হলো । শেষ পর্যন্ত রাতে মাঠে নামে কেকেআর অধিনায়ক ও গুজরাট অধিনায়ক শুভমান গিল নিজেদের মধ্যে হাত মিলিয়ে নেন। কেকেআর টিম আজ ই কলকাতা ফিরে আসছে। সামনের দুদিন আবার প্র্যাকটিস করবেন ইডেনে। কেকেআরের শেষ ম্যাচ রবিবার গৌহাটিতে রাজস্থানের বিরুদ্ধে।
Discussion about this post