আইপিএল প্লে অফ শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলেভারতীয় দলের কার কেমন পারফরম্যান্স দেখে নেওয়া যাক । রোহিত শর্মা: ১৩ টি ম্যাচে ৩৪৯ রান করেছেন । সর্বোচ্চ ১০৫ নট আউট ,গড় ২১.০৮ ,স্টাইক রেট ১৪৫.৪১। যশস্বী জয়সোয়াল : ১২ ম্যাচে ৩৪৪ রান । সর্বোচ্চ ১০৪ নট আউট। গড় ৩১.২৭ ,স্ট্রাইক রেট ১৫৩.৫৭। বিরাট কোহলি :১৩ ম্যাচে ৬৬১ রান। সর্বোচ্চ ১১৩ নট আউট । গড় ৬৬.১০, স্ট্রাইক রেট ১৫৫.১৬ ,অরেঞ্জ কাপের মালিক। সূর্য কুমার যাদব : ১০ ম্যাচে ৩৪৫ রান সর্বোচ্চ ১০২ নট আউট। গড় ৩৮.৩৩ স্ট্রাইক রেট১৬৯.৯৫ । হার্দিক পান্ডিয়া: ১৩ ম্যাচে ২০০ রান । সর্বোচ্চ ৪৬ ,গড়. ১৮.১৮ স্টাইক রেট ১৪৪.৯২ ১৩ ম্যাচে ১১ উইকেট সেরা ৩ -৩১ গড় ৩২.৭২ ইকোনমি ১০.৫৮ । ঋষভ পান্থ : ৪৪৬ রান সর্বোচ্চ ৮৮ নোট ১৫৩..৪০ । সঞ্জু স্যামসন : ১২ ম্যাচে ৪৮৮ রানে সর্বোচ্চ ৮৬ গড় ৬০;৭৬স্টাইক রেটের ১৫৮.৩০ । শিবম ডুবে : ১৩ ম্যাচে৩৮৯ রান । সর্বোচ্চ ৬৬ নট আউট। ৩৮. ৯০ স্ট্রাইক রেট ১৫৯.৮৬। রবীন্দ্র জাদেজা : ১৩ ম্যাচে ২২৫ রান, সর্বোচ্চ ৫৭ নট আউট ,গড় ৩৭.৫০ স্ট্রাইক রেট ১৩৬.৩৬ । তেরো ম্যাচে ৮ উইকেট, সেরা ৩-১৮, গড ৪১.১২ ইকোনমি ৭.৪৭। অক্ষর প্যাটেল: ১৪ ম্যাচে ২৩৫ রান। সর্বোচ্চ ৬৬। গড় ২৯.৩৮ ,স্ট্রাইক রেট ১৩১.২৮। ১৪ ম্যাচে ১১ উইকেট । সেরা ২ -২৫ গড ৩০. ৬৩ ইকোনমি ৭.৬৯। কুলদীপ যাদব : ১১ ম্যাচে ১৬উইকেট সেরা ৪ -৫৫, গড় ২৩.৩৭ ,ইকোনমি ৮.৬৯ । যজুবেন্দ্র চাহাল: ১২ ম্যাচে ১৫ উইকেট । সেরা ৩ -১১ গড় ২৯.২০, ইকোনমি ৯. ৫২ । যশপ্রীত বুমেরা : ১৩ম্যাচে ২০ উইকেট। সেরা পাঁচ একুশ গড় ১৬. ৮০ ইকোনমি ৬.৪৮। মোহাম্মদ সিরাজ: ১২,ম্যাচে ১২ উইকেট । সেরা ৪৩-৩ গড় ৩৫.৬৬। ইকোনমি ৯.৩০ । অর্শদীপ সিং : ১২ ম্যাচ ১৬ উইকেট। সেরা ৪-২৯, গড় ২৭.৩১ ইকোনমি ১০.৩২ ।।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post