টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার ওর থেকেই শুরু হয়েছে নানা ধরনের বিতর্ক। যেসব খেলোয়াড় বাদ পড়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে রিঙ্কু সিংকে নিয়ে ।
রিংকুর বাদ পড়া প্রসঙ্গে এর আগে শ্রীকান্ত, বীরেন্দ্র সেহবাগ সহ অনেকেই মুখ খুলেছেন । এবার রিংকুর বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী। রিংকুর বাদ পড়া পর্যন্ত অনেকেই অবাক হলেও সৌরভ গাঙ্গুলীর মতে এই সিদ্ধান্তে তিনি অবাক নন, তার মধ্যে এটি সঠিক সিদ্ধান্ত । শুক্রবার বেঙ্গল টি-টোয়েন্টি লিগের উদ্বোধন অনুষ্ঠানে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সৌরভ তিনি বলেছেন ,আমার মনে হয় বাড়তি একজন স্পিনার দলের চাওয়ার জন্য হয়তো রিঙ্কুকে রাখা যায়নি। তাছাড়া রিংকুদের সবে ক্রিকেট জীবন শুরু করেছে। চারজন স্পিনার নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ততেও মুখ খুলেছেন তিনি। তার মতে চারজন স্পিনার নেওয়ার সিদ্ধান্ত একদম সঠিক । যেহেতু ওয়েস্ট ইন্ডিজের খেলা ওখানে স্পিনাররা সাহায্য পাবে। ওখানকার পিচ একটু মন্থর হয় ,বল নিচু হয়ে আসে, মাঠগুলি বড় সেখানে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। সৌরভের মতে ভারতীয় নির্বাচকরা বেশ শক্তিশালী দল নির্বাচন করেছেন। ভারতের চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেছেন ভারত প্রতিযোগিতার শ্রেষ্ঠ দল। যে ১৫ জন দলে আছে তারা সকলেই দুর্দান্ত ক্রিকেটার । রোহিত শর্মা এবং দ্রাবিড় সঠিক একাদশ বেছে নিতে পারবে। তবে তিনি ঋষভ পন্থের দলে ফিরে আসে প্রচন্ড খুশি। তার মতে পন্থ দুর্দান্ত ক্রিকেটার ওর অবশ্যই বিশ্বকাপ দলে থাকা উচিত। কোহলি সম্পর্কে তিনি জানান কোহলির স্ট্রাইক রেট নিয়ে কোন কথা বলার দরকার নেই ও অনেক বড় ক্রিকেটার ও নিজেকে ঠিক মানিয়ে নিতে পারবে।
: ৯ জন খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয় ।কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে...
Read more
Discussion about this post