১ ম্যাচ নির্বাসিত থাকার পরেই আজ মঙ্গলবার মাঠে ফিরছেন ঋষভ পন্থ । কিন্তু তার দল দিল্লি ক্যাপিটালস প্লে অফের সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছে রবিবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কাছে হারের কারণে । শেষ ম্যাচে লক্ষ্নৌর বিরুদ্ধে বড় জয় কিছুটা হলেও প্রলেপ হতে প্রলেপ দিতে পারে দিল্লি-শিবির কে। অন্যদিকে মরণ বাঁচন ম্যাচে লক্ষ্ণৌ সুপার দুটি ম্যাচের মধ্যে একটিও হারলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামার র আগে, দিল্লী শিবিরের বড় মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিং। ঋষভের পরিবর্তে রবিবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর প্যাটেল । কিন্তু ম্যাচের পরে হারের জন্য সরাসরি দায়ী করেন তিনি ফিল্ডিং কে ।তিনি বলেন, ফিল্ডাররা যেভাবে ক্যাচ মিস করেছে তার ফলে ম্যাচ জেতার সুযোগ নষ্ট হয়ে গেছে ।
তিনি আরো বলেন ,আমরা অনায়াসে আরসিবিকে ১৫০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম কিন্তু ফিল্ডিং ব্যর্থতা আমাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ করে দেয়। দিল্লি দলের সহকারি কোচ জেমস হোপস সোমবার দলের ওয়েবসাইটে বলেছেন, ঋষভের না থাকায় আমাদের ব্যাটিং শক্তি অনেকটা কমে গিয়েছিল । তার উপরে অত্যন্ত বাজে ফিল্ডিংয়ের জন্য ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যায় । তিনি আরো বলেছেন, ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে এই ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে সকলে ভুল বুঝতে পেরে লজ্জিত। লখনৌ ম্যাচ নিয়ে তিনি বলেন ,পাওয়ার প্লে ঠিকমতো কাজে লাগাতে হবে। প্রথম ছয় ওভারকে কাজে লাগাতেই হবে । উপরের ব্যাটসম্যানদের সেই নির্দেশ দেওয়া হয়েছে ।বিশেষ করে ফ্রেজার ম্যাকগর্ক কে সতর্ক থেকে খেলার পরামর্শ দেওয়া হয়েছে। চিপকের উইকেট নিয়ে অক্ষর প্যাটেল বলেছেন ,কিছু বল পড়ে গড়িয়ে যাচ্ছে ,কিছু বল আবার উইকেটে পড়ে থমকে গিয়েছে। এমন একটা উইকেটে সতর্ক হয়ে না খেলতে পারলে জেতা সম্ভব নয় ।আমরা তা পারিনি ।অক্ষর আরো বলেন , পাওয়ার প্লে তে চারজন ব্যাটসম্যান আউট হয়ে গেলে জেতার সুযোগ থাকে না ।
লখনৌ ম্যাচে আমাদের সতর্ক থাকতে হবে। ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট লক্ষনৌর ।সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে তাদের রান রেট মাইনাস ০. ৭৬৯। শেষ দুটি ম্যাচে রাহুলদের শুধু জিতলেই হবে না বড় ব্যবধান রাখতে হবে। চাপের মুহুর্তে লখনৌ অধিনায়কের পাশে দাঁড়িয়েছে সহকারী কোচ লার্জ ক্লুজনার তিনি মনে করেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে যে আলোচনা হচ্ছিল তা নেহাতই চায়ের কাপে তুফান তোলার মতো।। সোমবার সাংবাদিক বৈঠকে ক্লুজনার বলেছেন, আমাদের কর্ণধারের সঙ্গে রাহুলের কথোপকথন নিয়ে অনেক আলোচনায় হচ্ছে মাঠের বাইরে ।আমি মনে করি দুই ক্রিকেটপ্রেমীর মধ্যে এইরকম আলোচনা হতেই পারে ।এ বিষয় নিয়ে এত কিছু বলার প্রয়োজন নেই।
Discussion about this post