প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস রচনা করেছেন ভারতের স্টার অ্যাথলিট মানু ভাকর। ইতিমধ্যে তাঁর ফ্যান ফলোয়িং যথেষ্ট বেড়ে গিয়েছে। এমনকি প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহকও মানু হয়েছিল। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিনি মা সুমেধা ভাকরকে নিয়ে প্যারিসে গিয়েছিলেন। ইতিমধ্যেই মানু ভাকর এবং তার মা ভারতের অপর তারকা অ্যাথলিট তথা রূপোর পদক জয়ী জ্যাকলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সঙ্গে দেখা করেন। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে ।এমনকি, মানু এবং নীরজের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াতে শুরু করেছে। অবশেষে এই ব্যাপারে মন্তব্য করলেন মানু ভাকরের বাবা কিষান ভাকর ।
মানু ভাকরের বাবা এই গুঞ্জন একেবারে খারিজ করে দেন ।রামকিষণ বলেন ,”মানুর এখনো বিয়ের বয়স হয়নি। ও অনেকটাই ছোট ।এখনো ওর বিয়ের ব্যাপারে আমরা কোন চিন্তাভাবনা করছি না ।তবে মানুর মা নীরজ চোপড়া কে নিজের ছেলের মতোই মনে করেন। অন্যদিকে নীরজ চোপড়ার কাকাও বিষয়টিকে জল্পনা বলে উড়িয়ে দেন ।তিনি বলেন., দলে নীরজ যখন অলিম্পিক টুর্নামেন্টের পদক জয় করেছে তখন গোটা দেশ সেটা জানতে পেরেছে।ঠিক সেভাবেই যখন ও বিয়ে করবে তখন ও সবাই জানতে পারবেন। নিরাজ ডানা তৃতীয় অলিম্পিক টুর্ণামেন্টে পদক জয় করলেন দ্বিতীয়বার অলিম্পিক পদক জয়ী এবং প্রথম অ্যাথলিট হিসেবে নিজের নাম খোদাই করেছেন ।অন্যদিকে মানু ভাকর স্বাধীন ভারতের প্রথম অ্যাথেলিট যিনি অলিম্পিক টুর্নামেন্টের একই মরসুমে জোড়া পদক জয় করেছেন। এই দুই অ্যাথলেট ই হরিয়ানা থেকে উঠে এসেছেন।
Discussion about this post