এবছর আই এস এলের শীল্ড জয় করল মোহনবাগান , সুপার কাপ জয় করে ইস্টবেঙ্গল স্থান করে নিল এফসি কাপে, ভাবনা স্পোটিং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর কলকাতার তৃতীয় দল হিসেবে আইএসএলে খেলবে । বয়স ভিত্তিক ফুটবল ম্যাচগুলোতেও কলকাতা টিম গুলির সাফল্য নজর কাড়ার মত। তাই বাংলার ফুটবল নিয়ে নতুন স্বপ্ন তো দেখাই যেতে পারে।
২০২৪ সালের শুরু থেকেই বাংলার ফুটবল দলের সাফল্য শুরু হয়। টানা আটটা ম্যাচ হারার পর ইস্টবেঙ্গল দল ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগান কে হারিয়ে সমর্থকদের মনে আশা সঞ্চার ঘটায়। যদিও মোহনবাগান ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গলকে এক শূন্য গোলে হারিয়ে। আই লিগের টিমগুলোকে নিয়ে শুরু হয় সুপার কাপ। খুব ভালো খেলে, গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়, এবং আইএফসি কাপ খেলার ছাড়পত্র পায়। এ বছর আইলিগে শুরু থেকেই মহামেডান খুব ভালো খেলতে শুরু করে এবং অন্য দলগুলোকে পেছনে ফেলে এক নম্বর স্থান দখল করে নেয়। এবং আগামী বছর আইএসএলে খেলার ছাড়পত্র পেয়ে যায়। একটি শহর থেকে তিনটি দল এই প্রথম আইএসএল খেলবে, যা আমাদের কাছে গর্বের বিষয় । ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতা শহরকে। কলকাতার সাফল্য এবার তা প্রমাণ করল ।
কলকাতা লিগে এবছর চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় বয়েস ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা গুলোতে বাংলা দলের সাফল্য চোখে পড়ার মতো। রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে ইতিমধ্যেই চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে মোহনবাগান ।ইস্টবেঙ্গল এর সাথে অ্যাডামাস ইউনিভার্সিটি এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব । এক কথায় বাংলার ফুটবলের নতুন জোয়ার এসেছে বলায় যেতে পারে । একটা কথা খুব চালু হয়ে গিয়েছিল যে বাঙালি এখন আর ফুটবল খেলে না সবাই ক্রিকেটের পেছনে ছুটছে । সবাই সৌরভ গাঙ্গুলী হতে চাইছে, কেউ সুব্রত মনোরঞ্জন ,সুরজিৎ, কৃশানু, বিকাশ, সুরজিৎ , বাইচুং , বিজায়ন শিশির ঘোষ হতে চাইছে না। গত কয়েক বছরে ভারতীয় দলের বাঙালি প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না, অপরদিকে নর্থইস্টের খেলোয়াড়রা দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় ফুটবলে । এখনো বাংলার গ্রামে গঞ্জে গরিব মানুষের একমাত্র খেলা ফুটবল । অভাব শুধু যত্নের, একটু ভালোভাবে পরিচর্যা করলে বাংলার গ্রামে গঞ্জে প্রচুর প্রতিভা খুঁজে পাওয়া যাবে। তিন বড় ক্লাবের এই সাফল্য বাঙালিকে নতুন করে ভাবতে শেখাবে ,যে ফুটবল খেলেও রোজগার করা যায়, ফুটবল খেলেও বিখ্যাত হওয়া যায়। তাই নতুন করে স্বপ্ন দেখা শুরু হোক, ফিরে আসুক ফুটবলের নবজোয়ার। ভারতীয় দলে অনেক বাঙালি খেলার সুযোগ পান এবং বিখ্যাত হোক
Discussion about this post