: আইপিএলের নিলামে পছন্দের এবং প্রয়োজনীয় ক্রিকেটারদের কিনে নিয়েছে দলগুলি। সবচেয়ে কম ২০জন ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করেছে রাজস্থান রয়েলস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারকে নিয়ে তৈরি করেছেন চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। কেমন হতে পারে প্রথম একাদশ।। একটি ম্যাচে খেলার সুযোগ পান ১১ জন। ইম্প্যাক্ট প্লেয়ার ধরে১২ জন সুতরাং কাজটা কঠিন ।সব দলেই প্রথম একাদশে থাকার মত অন্তত ১৫/১৬ জন করে খেলোয়াড় রয়েছেন। একই পজিশনে খেলার মতো একাধিক ক্রিকেটার ও রয়েছে দলগুলিতে। খেলানো যায় না ৪জনের বেশি বিদেশী ক্রিকেটার ।স্বাভাবিকভাবেই কোচ অধিনায়কদের জন্য বেশ কঠিন কাজ প্রথম একাদশ বেছে নেওয়া। চেন্নাই সুপার কিংস:, ২৫ জন ক্রিকেটার নিয়ে দল তৈরি করেছে চেন্নাই কর্তৃপক্ষ। ২০ ওভারের ক্রিকেটের চাহিদা মেনে ১১ জন অলরাউন্ডার নিয়েছেন তাঁরা ।বিশেষজ্ঞ ব্যাটার রয়েছেন ৫ জন উইকেট রক্ষক দুজন আর দলের বিশেষজ্ঞ বোলার রয়েছেন সাতজন। দেখে নেওয়া যাক কেমন হতে পারে চেন্নাইয়ের প্রথম একাদশ । অভিনয় হিসেবে খেলার সম্ভাবনা ঋতুরাজ গায়কোয়াড এবং ডেভান কনওয়ে ।রুতুরাজ অধিনায়ক তিনি খেলবেনই আন্তর্জাতিক ক্রিকেটের সফল কনেওয়েও থাকবেন। তিন নম্বরে আসতে পারেন রাচিন রবীন্দ্র ।নিউজিল্যান্ডের অলরাউন্ডার উপরের দিকে ব্যাট করতে পারেন। তাকে তিন নম্বরে নামিয়ে সাফল্য পেয়েছিলেন চেন্নাই। চার নম্বর জায়গা বিশেষজ্ঞ ব্যাটারের। এই জায়গায় নিঃসন্দেহে প্রথম পছন্দ হবেন রাহুল ত্রিপাঠী । ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বর এবং ছয় নম্বরে নামবেন দুই অলরাউন্ডার শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা ।এই দুয়ের কেউ চোট পেলে খেলতে পারেন স্যাম কারেন বা দীপক হুুডার মধ্যে একজন। সাত নম্বরে মহেন্দ্র সিং ধোনির জায়গা নিশ্চিত। ব্যাটিং অর্ডারে ৮ নম্বরে থাকার সম্ভাবনা রবিচন্দ্রন অশ্বিনের। ব্যাটিং অর্ডারে শেষ তিনটি জায়গায় দেখা যেতে পারে খলিল আহমেদ, নুর আহমেদ এবং মাথিশা পাতিরানাকে।। পিচের চরিত্র বুঝে নুরের পরিবর্তে খেলতে পারেন নাথান এলিস। পারফরমেন্সের নিরিখে প্রথম একাদশী বাকিদের আসা কঠিন ।কেউ চোট পেলে অবশ্য অন্য কথা। চেন্নাই এর সম্ভাব্য প্রথম একাদশ রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক) ডেভন কনওয়ে রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি( উইকেট রক্ষক,) রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ ,নুর আহমেদ মাথিশা পাতিরানা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post