মাত্র তিনটে বাউট খেলেছিলেন বৃহস্পতিবার। তাতেই আমনের ওজন বেড়ে গিয়েছিল প্রায় পাঁচ কেজি। ৫৭ বিভাগের আমনের ওজন বৃহস্পতিবার রাতে দেখিয়েছিল ৬২ কেজি। কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় ভারতের কুস্তি শিবিরে । সারারাত জাগেন আমন । রাতে শুরুতে ঘন্টাখানেকের জিম, তারপরে সানা, ম্যাট এক্সারসাইজ ,ঘন্টায় ঘন্টায় ওজন পরীক্ষা, সঙ্গে জল ও খাবার বন্ধ রাখা । এই রুটিন চলে প্রায় ভোর সাড়ে চারটে পর্যন্ত। কোচ বীরেন্দারের কথায়,” বিনেশ ফোগতের ঘটনা দেখার পর আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি । ২০০ গ্রাম কম হোক কোনও ভাবে যেন এক গ্রাম বেশি না হয়”। একুশ বছরের আমান ভারতের সবচেয়ে কম বয়সি ব্যক্তিগত পদক জয়ী । শুক্রবার সন্ধ্যায় কুস্তির ম্যাটে দুপক্ষ শুরুটা করেছিল অ্যাটাকিং । প্রথম পয়েন্ট তুলে নেয় পুয়র্তোরিকোর দারিয়ান ক্রুজ। পরক্ষণেই ২-১ এগিয়ে যায় আমান ।সেখান থেকে বেশি সময় লাগেনি পরপর পয়েন্ট তুলে এগিয়ে যেতে। শেষ পর্যন্ত আমন জেতে ১৩-৫এ। আমনের বক্তব্য, “আশা তো ছিল সোনা জিতব। এখন সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রোঞ্জ পদক নিয়ে। ২০২৮ অলিম্পিকসে নিশ্চয়ই সোনা জিতব। মাত্র ১১ বছর বয়সে বাবা-মাকে হারিয়েছিলেন আমন ।হরিয়ানার ঝাঝর জেলার বিরহর থেকে তাঁর কাকা এনে ভর্তি করান দিল্লির ছত্রসাল স্টেডিয়ামের আখড়ায়। তার আগেই লন্ডন অলিম্পিক সুশীল কুমারের রুপো জয় দেখে উৎসাহী হয়েছিল বছর দশকের আমন। সেখানেই তাঁর বেড়ে ওঠা ।এই সাফল্য আমন উৎসর্গ করেছেন তাঁর পরিবারকে।
পাঁচ বছর ধরে দিল্লি ক্যাপিটেলসের কোচ ছিলেন। এবার আইপিএলের নতুন ইনিংস শুরু করলেন রিকি পন্টিং। বুধবার তিনি হেড কোচ হিসেবে...
Read more
Discussion about this post