আইপিএলের প্রথম দিনের নিলামে যে সকল খেলোয়াড়কে কিনলো চেন্নাই সুপার কিংস -ডেভান কন ওয়ে ৬ কোটি ৭৫ লক্ষ টাকায়, রাহুল ত্রিপাঠী ৩ কোটি টাকায় রচীন রবীন্দ্র ৪ কোটি টাকায় রবিচন্দ্রন অশ্বিন ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় খলিল আহমেদ ৪ কোটি ৮০ লক্ষ টাকায়, নূর আহমেদ ১০ কোটি টাকায় এবং বিজয় শংকর এক কোটি ২০ লক্ষ টাকায়। দিল্লি ক্যাপিটালস-মিচেল স্টার্ক ১১.৭৫ কোটি, কে এল রাহুল ১৪ কোটি, হ্যারি ব্রুক ৬.২৫ কোটি, জ্যাক ফ্রেজার মেক গার্ক ৯ কোটি, টি নটরাজন ১০.৭৫ কোটি, করুণ নায়ার ৫০ লক্ষ, সমীর রিজভী ৯৫ লক্ষ, আশুতোষ শর্মা ৩.৮ কোটি, মহিত শর্মা ২.২ কোটি। গুজরাট টাইটান্স_রাবাডা ১০. ৭৫ কোটি ,যশ বাটলার ১৫.৭৫ কোটি ,মোঃ সিরাজ ১২.২৫ কোটি ,প্রসিধ কৃষ্ণা ৯.৫ কোটি, নিশান্ত সিন্ধু ৩০ লাখ, মাহিপাল লম্বর ১.৭কোটি, কুমার কুষাগ্রন ৬৫ লক্ষ অঞ্জু রাওয়াত ৩০লক্ষ মানব সুতার ৩০ লক্ষ । কলকাতার নাইট রাইডার্স-ভেঙ্কটেশ আইয়ার ২৩.৭৫ কোটি , কুন্টটন ডি কক ৩.৬ কোটি রহমতউল্লা গুরবাজ ২কোটি আনরিক নকিয়া৬.৫ কোটি, অঙ্গকৃশ রঘুবংশী ৩ কোটি , বৈভব অরোরা১.৮ কোটি, মায়াক মারকান্ডে ৩০ লক্ষ। লখনৌ সুপার জয়েন্টস-ঋষভ পন্থ ২৭ কোটি ডেভিড মিলার ৭.৫ কোটি ,মার্ক রাম ২ কোটি, মিচেল মার্শ ৩.৪কোটি, আবেশ খান ৯.৭৫ কোটি আব্দুল সামাদ ৪.২ কোটি আরিয়ান জুয়াল ৩০লক্ষ। মুম্বাই ইন্ডিয়ান্স-ট্রেন্ড বোল্ট ১২.৫ কোটি ,নোমান ধীর ৫.২৫ কোটি রবিন মিন্জ ৬৫ লক্ষ ,করন শর্মা ৫০ লক্ষ। পাঞ্জাব কিংস-শ্রেয়াস আইয়ার ২৬. ৭৫ কোটি আর্শদীপ সিং ১৮ কোটি, যজুবেন্দ্র চাহল ১৮ কোটি, মারকাজ স্টোয়ানিস ১১ কোটি, গ্লাইন ম্যাক্সওয়েল ৪.২ কোটি ,নেহাল ওয়াদে ৪.২ কোটি , হারপ্রীত ব্রার ১.৫ কোটি, কৃষ্ণ বিনোদ ৯৫ লক্ষ, বৈশাখ বিজয় কুমার ১.৮ কোটি জোস ঠাকুর ১.৬ কোটি। রাজস্থান রয়েলস-জোর্ফে আর্চার ১২.৫ কোটি ,মহেশ থিকশানা ৪.৪ কোটি,ওয়ানিন্দু হাসরাঙ্গা ৫.২৫ কোটি আকাশ মাধোয়াল ১.২ কোটি কুমার সিং ৩০লক্ষ। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-লিয়াম লিভিংস্টোন ৮.৭৫ কোটি, ফিলিপ সল্ট ১১.৫ কোটি, জিতেশ শর্মা ১১ কোটি, যশ হ্যাজেলউড ১২.৫ কোটি, রসিক দার২. ৬ কোটি ও সুয়াশ শর্মা ২.৬ কোটি। সানরাইজার্স হায়দরাবাদ-মোহাম্মদ শামি ১০ কোটি ,হর্ষল প্যাটেল ৮ কোটি, ঈশান কিসান ১১.২৫ কোটি, রাহুল চাহার ৩.২ কোটি, আদম জাম্পা ২.৪ কোটি, অথর্ব তাইদে ৩০ লক্ষ , অভিনভ মনোহর ৩ কোটি, সিমর্জিত সিং ১,৫ কোটি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post