নতুন বছরেই কেন্দ্রীয় সরকারি চাকুরীজীবিদের জন্য সুখবর। নজর এবার অষ্টম পে কমিশনে। সূত্রের খবর, নূন্যতম ১৮৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে কর্মীদের বেতন। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়াবে ৫১ হাজার ৪৮০ টাকা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্কটি ঠিক করা হয়েছি। ষষ্ঠ পে কমিশনে কেন্দ্র সরকারি কর্মী দের নূন্যতম মূল বেতন ছিল ৭ হাজার টাকা। এরপর সপ্তম পে কমিশনে বৃদ্ধি পেয়ে তা হয়েছে ১৮ হাজার টাকা।
এবার অষ্টম পে কমিশন সম্পর্কে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র জানালেন, এই নতুন বেতন কমিশন অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর অন্তত ২.৮৬-এ গিয়ে দাঁড়াবে। সপ্তম বেতন কমিশনে এটি ছিল ২.৫৭। অর্থাৎ সব মিলিয়ে ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে ফিটমেন্ট ফ্যাক্টর এমনটাই মনে করা হচ্ছে।
তার অনুমান অনুযায়ী যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২. ৮৬ তে গিয়ে দাঁড়ায় তবে ১৮৬ শতাংশ বেড়ে কর্মীদের বেতন দাঁড়াবে ৫১,৪৮০ টাকা। অষ্টম পে কমিশনের নিয়মে বেতনের পাশাপাশি ১৮৬ শতাংশ বৃদ্ধি পাবে তাঁদের পেনশনও। সপ্তম পে কমিশনের পর বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম পেনশন ধার্য রয়েছে ৯ হাজার টাকা। হিসাবে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন ২৫ হাজার ৭৪০ টাকায় গিয়ে পৌঁছতে পারে।
সূত্রের খবর ২০২৫-২৬ অর্থবর্ষেই কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করবে কেন্দ্র। যদিও অষ্টম বেতন কমিশনের বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। চলতি বছর নভেম্বরে এই বৈঠক হওয়ার কথা থাকলেও নানা কারণে তা স্থগিত হয়েছে কেন্দ্রের তরফে।
Discussion about this post