: ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে । টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে পার্থে ২২ শে নভেম্বর থেকে। সেই সিরিজের দল আগেই ঘোষণা করে দিয়েছিল ভারত। এবার দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়াও। ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দলের অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে। দলের ওপেনার ম্যাকসুইনি এবং সুযোগ পাওয়া অনেককেই হয়তো চমকে দেবে। পার্থ টেস্টে উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে পারেন ম্যাকসুইনি। ২৫ বছর বয়সী ম্যাকসুইনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি ।তবে অস্ট্রেলিয়ার হয়ে ইতিমধ্যেই ওডিআই ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ইংলিশরা। অন্যদিকে ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে দলে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড। ন্যাথান ম্যাকসুইনি এবং ইংলিশ কে বেছে নেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ ডেইলি বলেছেন, আমরা আত্মবিশ্বাসী যে নাথানের এমন গুণ আছে যার টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত। এছাড়া ঘরোয়াতে ক্রিকেটে সাম্প্রতিক রেকর্ডও শক্তিশালী দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে পারফরম্যান্স ছিল চমৎকার ।এটা বোঝায় JACCHE আন্তর্জাতিক ক্রিকেটে সে ভালো পারফর্ম করবে। একইভাবে জোশ শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে রয়েছেন ।সেই কারণেই তাকে দলে জায়গা দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল, প্যাট কামিংস(অধিনায়ক) স্কট বোল্যান্ড, আলেক্স কেরি, যশ হ্যাজেলউড ,ট্রাভিস হেড, জর্জ ইংলিশ, উসমান খোয়াজা ,মিচেল মার্স, নাথান লিওন, মারনাস লাবুসচেন, টিভ স্মিথ, মিচেল স্টার্ক
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post