আইপিএলে কেকেআরের মেন্টর হিসেবে ট্রফি জেতার পরেই ভারতের কোচ হবার সুযোগ আসে গৌতম গম্ভীরের সামনে। সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁকেই ভারতের নতুন কোচ হিসেবে মনোনীত করে বিসিসিআই। তবে কোচ হিসেবে কেমন সাফল্যে আনবেন সেই নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহলের অভাব নেই। জানা যাচ্ছে, ভারতীয় দলের কোচ হয়েই তাঁর সাপোর্ট স্টাফ কারা কারা হবেন সেটা বেছে নেওয়ার দায়িত্ব দেয়া হয়েছিল গৌতম গম্ভীরকে। তবে সেখানে বোলিং কোচ কে হবেন সেই প্রস্তাব তিনবার খারিজ করে দিয়েছেন বিসিসিআই। জানা যাচ্ছে, বোলিং কোচ হিসাবে শেষে মর্নি মার্কেলের নাম প্রস্তাব করেছিলেন গম্ভীর। পত্রপাঠ সেই নাম খারিজ করে দিয়েছে বোর্ড। এর আগে গম্ভীরের প্রস্তাব করা বিনয় কুমার এবং বালাজির নামও খারিজ করে দিয়েছিল বিসিসিআই। শুধু বোলিং কোচ নয় ফিল্ডিং কোচ হিসাবেও গম্ভীরের প্রস্তাব করা দুজনের নাম বাতিল করে দিয়েছে বোর্ড। যার মধ্যে রয়েছেন রায়ান টেন দুশখাতে এবং জন্টি রোডস। ফলে ভারতীয় দলের কোচ হওয়ার পর এই নিয়ে অনেকবার তাঁর পছন্দের সাপোর্ট স্টাফ চেয়েও পাননি গোতি। অথচ নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। এবার ভারতীয় দলের হেড কোচ হয়ে নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না। এখন দেখার গৌতম গম্ভীর এই বিষয়টি কীভাবে মানিয়ে নেন।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post